অবিশ্বাস্য হলেও সত্যি! এবার মাত্র ৬০০ টাকা ভাড়ায় ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন কলকাতা থেকে চেন্নাই

বাংলাহান্ট ডেস্ক : আইআইটি মাদ্রাজের হাত ধরে কলকাতা (Kolkata) টু চেন্নাই পরিবহণ ক্ষেত্রে আসতে চলেছে এক নয়া যুগ। আইআইটি মাদ্রাজ-এর স্টার্টআপ ওয়াটারফ্লাই টেকনোলজিসের বৈদ্যুতিক সমুদ্র গ্লাইডার WIG (Wing-in-Ground) Craft প্রযুক্তির মাধ্যমে সস্তায় দ্রুত যাত্রীদের পৌঁছে দেওয়া সম্ভব হবে গন্তব্যে।

কলকাতা (Kolkata) টু চেন্নাই সফর নিয়ে আপডেট

ওয়াটারফ্লাই টেকনোলজিসের দাবি, নয়া এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কলকাতা (Kolkata) থেকে চেন্নাইয়ের (Chennai) ১৬৬৮ কিলোমিটার পথ অতিক্রম করা যাবে মাত্র ৩ ঘন্টায়। এমনকি এই দীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রীদের খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা।

আরোও পড়ুন : মাত্র দু’দিন বাকি! উচ্চ-মাধ্যমিক শুরুর আগে এবার নয়া নিয়ম সংসদের

ওয়াটারফ্লাই টেকনোলজিস তাদের WIG (Wing-in-Ground) Craft প্রযুক্তির নকশা সম্প্রতি প্রকাশ্যে এনেছে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ। সংস্থার দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ মিটার উপরে ৫০০ কিমি/ঘন্টার গতিবেগে ছুটতে সক্ষম WIG ক্র্যাফট। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে ভেসে চলতে পারে বিমান ও জাহাজের সমন্বয়ে নির্মিত এই যানটি।

আরোও পড়ুন : ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবর! ফের হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ, সামনে এল দিনক্ষণ

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নয়া এই প্রযুক্তির ভুয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “IIT Madras স্টার্টআপগুলিকে প্রচারের ক্ষেত্রে সিলিকন ভ্যালির সঙ্গে কঠিন টক্কর দিচ্ছে। এই প্রকল্পটি শুধু আমাদের জলপথ ব্যবহারের জন্য়ই নয়, বরং এর নকশাও অত্যন্ত চমকপ্রদ।”

ওয়াটারফ্লাই টেকনোলজিসের সিইও হরিশ রাজেশের কথায়, নয়া এই প্রযুক্তি আমূল পরিবর্তন আনবে পরিবহণ ক্ষেত্রে। অনেক কম খরচেই সম্ভব হবে ভ্রমণ। উদাহরণ দিয়ে বলা যায়, বর্তমানে এসি থ্রি-টায়ার ট্রেনের টিকিটের দাম ১,৫০০ টাকার বেশি, তবে WIG ক্রাফটের মাধ্যমে একই দূরত্ব অতিক্রম করতে খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা।

Kolkata to Chennai in 3 hours.

WIG ক্রাফট নির্মাণকারী সংস্থা ওয়াটারফ্লাই টেকনোলজিস আরও জানিয়েছে, আলাদা কোনও বিমানবন্দরের প্রয়োজন হবে না এই প্রযুক্তি পরিচালনা করার জন্য। জল, বরফ, মরুভূমি কিংবা অন্যান্য ভূখণ্ডেও উড়তে সক্ষম এই টেকনোলজি। আগামীদিনে দুবাই-লস অ্যাঞ্জেলেস ও চেন্নাই-সিঙ্গাপুর রুটে WIG ক্র্যাফট চালানোর পরিকল্পনাও রয়েছে সংস্থার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর