২৫ বছরেই বিশ্বের পঞ্চম জনবহুল শহর হবে কলকাতা! তিলোত্তমায় হতে চলেছে বিপুল জনবিস্ফোরণ

বাংলা হান্ট ডেস্ক : কোটির গণ্ডি ছাড়িয়েছে অনেক আগেই। জনসংখ্যার নিরিখে বিশ্বের ১৭ তম স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। তবে এই পরিসংখ্যান এখানেই থামার নয়। হিসেব বলছে, আগামী কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বাড়বে তিলোত্তমা নগরীর জন ঘনত্ব। বিশেষজ্ঞদের আশঙ্কা, যে হারে জনসংখ্যা বাড়ছে তাতে জনঘনত্বের নিরিখে কলকাতার নাম বিশ্বের ৫ নম্বরে (Fifth Populous City) আসা কেবল সময়ের অপেক্ষা।

জনবিস্ফোরণের পথে কলকাতা 

সম্প্রতি ‘দ্য ইনস্টিটিউট ফর ইকনমিক্স অ্যান্ড পিস’ (আইইপি) একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষা বলছে, জনবিস্ফোরনের হার এরকমই থেকে গেলে আগামি কয়েক দশকের মধ্যে মহানগরীর বুকে পা ফেলারও জায়গা থাকবেনা। পাশাপাশি সংস্থাটি আগামী ২০৫০ সালের মধ্যে কলকাতার সম্ভাব্য জনসংখ্যা কত হতে পারে তার একটি পরিসংখ্যানও দিয়েছে।

এক দশকে ৫৩৪টি নতুন শহরের জন্ম হয়েছে বঙ্গে 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০১ থেকে ২০১১ সালের মধ্যে বঙ্গে মোট ৫৩৪টি নতুন শহরের উৎপত্তি হয়েছে। আর এই নতুন শহর জন্মের নিরিখে গত এক দশকে গোটা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। যদিও এই এক দশকে গোটা ভারতেই একাধিক নতুন শহরের জন্ম হয়েছে। ২০১১ এর নথি বলছে, এই সংখ্যা প্রায় আড়াই হাজারেরও বেশি।

আরও পড়ুন : আমডাঙার পর এবার গোসাবায় গোষ্ঠীদ্বন্দ্বের জের! পিটিয়ে খুন তৃণমূলের বুথ সভাপতিকে

কলকাতার জনসংখ্যা 

তবে জনসংখ্যার কথা বললে, এই সমস্ত শহরকে পেছনে ফেলে দিয়েছে কলকাতা। এখনই কলকাতার জনসংখ্যা ১ কোটি ৫৩ লক্ষের বেশি। যা গোটা পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের সমস্ত শহরের থেকে বেশি। উদ্বেগের বিষয় হল, এই পরিসংখ্যান উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে। যেখানে ১৭৫২ সালে মাত্র ১৫ পরিবারের বাস ছিল এই শহরে, সেখানে বর্তমান হিসেব বলছে এখন ১০ লক্ষেরও বেশি পরিবারের আস্তানা হল কলকাতা।

আরও পড়ুন : কোড রহস্য সমাধান, নিয়োগ দুর্নীতিতে বড় সলফলতা ED-র! ফিরহাদ, রথীনের পর র‍্যাডারে আরেক মন্ত্রী

mumbai1562771688413

এবং জনসংখ্যা যদি এই হারে বাড়তে থাকে তাহলে আগামী ২০৫০ সালের মধ্যে কলকাতার জনসংখ্যার কথা ভেবে শিউরে উঠছেন বিশেষজ্ঞরা। এই বিশাল জন সমুদ্রে দেখা দেবে নানা ধরনের সমস্যা। আর্থিক সংকটের পাশাপাশি খাদ্য সংকট হয়ে উঠবে সবচেয়ে বড় সমস্যা। বাড়বে অপরাধমূলক কর্মকাণ্ড এবং দূষণের পরিমাণ। সামান্য মাথা গোঁজার ঠাঁই জোগাড় করার জন্যেও দুর্বিসহ হয়ে উঠবে মানুষের জীবন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর