ওয়েস্টার্ন পোশাকে তাক লাগালেন কৌশানি, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে বনি সেনগুপ্তর নামের সঙ্গে সঙ্গে এই অভিনেত্রীর নামও উচ্চারিত হয় একই সঙ্গে। বাংলা ছবির জগতে তিনিও কম জনপ্রিয় নন। খুব কম সময়েই বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তিনি সিনেপ্রেমীদের। কথা হচ্ছে, কৌশানি মুখার্জিকে নিয়ে। পাঁচ বছর আগে অভিনয় জগতে পা রাখেন কৌশানি।

26 11 2019 7375 myself koushani 72662815 2465627610318722 8472527378116211592 n

২০১৫ সালে প্রথম বাংলা ছবির জগতে পা রাখেন কৌশানি। অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন কৌশানি। সেখানে তাঁকে দেখা গিয়েছে একটি গোলাপী রঙের  পোশাক পরে ছবি দিয়েছেন তিনি। ওয়েস্টার্ন পোশাকে ছবি তুলেছেন অভিনেত্রী। বলা বাহুল্য ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/B80QvqJBdCR/

https://www.instagram.com/p/B80RRLoBD6x/

ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে কৌশানির এই ছবিতে। নেটিজেনরাও প্রশংসা করছে কৌশানির। একই পোশাকে বিভিন্ন ধরনের পোজে ছবি তুলেছেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০১৫ সালে ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে টলিউডে প্রবেশ করেন কৌশানি। এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল এসভিএফ। এরপর একের পর এক ছবিতে সুযোগ আসতে থাকে তাঁর। তার মধ্যে রয়েছে কেলোর কীর্তি, জিও পাগলা, তোমাকে চাই, গার্লফ্রেন্ড, হইচই আনলিমিটেড, বাচ্চা শ্বশুর এর মতো ছবি।

https://www.instagram.com/p/B80RksdhM1M/

টলিউডে বনি সেনগুপ্তর সঙ্গে কৌশানির সম্পর্কের কথা জানতে কারওরই বাকি নেই। এই বিষয়টা নিয়ে রাখঢাকও করেননি তাঁরা। মাঝে মাঝেই একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে দেখা যায় দুজনকে। ভাইরালও হয় সেইসব ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর