দেবাংশুর পাল্টা কৌস্তভ! শাসক দলের দুর্নীতির হদিশ পেতে নয়া কর্মসূচি কংগ্রেসের

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam Case) ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। একদিকে, টেট-এসএসসি স্ক্যামের (SSC Scam) তদন্তে নেমে একের পর এক শাসক দলের নেতা এবং কর্মীদের গ্রেফতারি, অন্যদিকে বাম আমলের দুর্নীতি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। চিরকুটে চাকরি, সুপারিশ করেই সুজন চক্রবর্তীর স্ত্রীর নিয়োগের অভিযোগ তোলার পর বাম আমলে দুর্নীতির হদিশ পেতে আসরে নেমে পড়েছে ঘাসফুল শিবির।

সেই কারণেই ৩৪ বছরের মধ্যে ঘটে যাওয়া কোনও এক দুর্নীতি হাতড়ে বের করতে অভিনব এক কর্মসূচির ডাক দিল শাসক দল। ফেসবুকে এই নিয়ে বিস্তারিত জানিয়েছেন দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। CpmCheatedUs@gmail.com নামে একটি ইমেল তৈরী করে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, “নিজেদের নাম, জেলা, ফোন নম্বার ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট সহ মেল করুন আমাদের। আপনি না চাইলে আপনার পরিচয় প্রকাশ্যে আনা হবে না।”

এদিকে, তৃণমূলের যুবনেতা দেবাংশুর এই পোস্টটিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে শাসক-বিরোধী দুই পক্ষই। পাল্টা আসরে নেমে পড়েছেন কংগ্রেস নেতা (Congress Leader) তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। প্রসঙ্গত উল্লেখ্য প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তভ অবশ্য এই ‘অভিযানে’ একা নন, তার সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকও। শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে আমজনতাকে মুখ খোলার বার্তা দিয়েছেন কৌস্তভ।

Congress

ফেসবুকের পোস্টে কৌস্তভ উল্লেখ করেন, “প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচী ও পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিকের উদ্যোগে তৃণমূলের দুর্নীতির পরদাফাস করতে  email Id খুললো পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস।banglarlojjatrinamool@gmail.com – এই ইমেল id এর মাধ্যমে তৃণমূলের দুর্নীতি এবার প্রকাশ্যে আসবে। এক্ষেত্রে জনগন যা বলবে তাই আমরা তুলে ধরবো।  এতে যিনি তথ্য পাঠাবেন email এর মাধ্যমে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। বর্তমানে যা দুর্নীতি পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে সেটা হিমশৈলের চূড়া মাত্র, গোটা হিমশৈল জলের নীচে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর