আগে পুরুষ হয়ে দেখান! এই অভিনেত্রীকে প্রেম প্রস্তাব দিয়ে বেইজ্জত হয়েছিলেন কেআরকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতকে ‘কন্ট্রোভার্সি কুইন’ বলা হলে ‘কন্ট্রোভার্সি কিং’ এর তকমাটা নিঃসন্দেহে দেওয়া যায় কামাল আর খানকে (kamal r khan)। বেছে বেছে বলিউড অভিনেতা অভিনেত্রীদের আক্রমণ করে এবং তাঁদের অভিনীত ছবি সম্পর্কে হাস‍্যকর রিভিউ দিয়ে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসেন এই স্বঘোষিত ফিল্ম সমালোচক। তবে সোশ‍্যাল মিডিয়ায় একবার প্রেম প্রস্তাবও দিয়েছিলেন কেআরকে। বদলে তুমুল ট্রোলেরও শিকার হয়েছিলেন তিনি?

কার উপরে মন মজেছিল কেআরকের? তিনি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সারা খান (sara khan)। অভিনেত্রীর বোল্ডনেস দেখে একেবারে কাত হয়ে গিয়েছিলেন কেআরকে। এতটাই প্রেমে মজেছিলেন যে সরাসরি টুইটারে প্রেম নিবেদন করে দিয়েছিলেন তিনি। বদলে যা উত্তর পেয়েছিলেন তা হয়তো কোনোদিন ভুলতে পারবেন না কামাল।

এ ঘটনা ২০১২ সালের। টুইটারে কেআরকে লেখেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করতে চাই যে গতকাল আমি আমার মরোক্কান বান্ধবী সাবার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। কিন্তু আমার বলতে দ্বিধা নেই যে আজই আমি টেলিভিশন অভিনেত্রী সারা খানের প্রেমে পড়ে গিয়েছি।’

এরপর নিয়মিত সারাকে চুম্বন পাঠাতে শুরু করেন কেআরকে। কিন্তু মন ভাঙতে দেরি হয়নি তাঁর। সারা ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, “কেআরকের টুইটের কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি প্রযুক্তি নিয়ে অতটাও সড়গড় নই। তাই এখনো দেখিনি উনি কী লিখেছেন। কিন্তু গত দুদিন ধরে যেভাবে আমার ফোন বেজে চলেছে আর সবাই আমাকে জিজ্ঞাসা করছে তাতে আমি হতভম্ব।”


সারা আরো জানিয়েছিলেন যে তিনি কেআরকের ব‍্যক্তিগত নম্বরে ফোন করেছিলেন। কিন্তু উত্তর দেননি কামাল। বদলে কেআরকের টুইটের উত্তরে সারার পিআর টিম কটাক্ষ করে, ‘কামাল আর খান যদি সত‍্যিই সারাকে ভালবাসেন তাহলে টুইটারে এসব না লিখে যেন সরাসরি তাঁকে প্রেম প্রস্তাব দেন। আগে পুরুষ হয়ে দেখান!’

শুধু সারাই নন, সানি লিওন ও আসিনের প্রেমেও পড়েছিলেন কেআরকে। এমনকি সানিকে তো বিয়ে পর্যন্ত করতে চেয়েছিলেন তিনি। তার আগে ‘গজনি’ অভিনেত্রী আসিনকে নিয়মিত সোশ‍্যাল মিডিয়ায় চুম্বনও পাঠাতেন কেআরকে।

X