ঠাগস অফ হিন্দুস্তানের থেকেও জঘন‍্য! বলিউডকে ডোবাচ্ছেন রণবীর, ‘শামশেরা’কে ধুয়ে দিলেন কেআরকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চার বছর পর বড়পর্দায় ফিরেছিলেন। নিজের সবটুকু দিয়ে পারফর্ম করেও ছবির সম্মান বাঁচাতে পারলেন না রণবীর কাপুর (Ranbir Kapoor)। ডুবতে বসেছে ‘শামশেরা’ (Shamshera)। ছবি মুক্তির আগে আগাম টিকিট বুকিংয়ের অঙ্ক চমকে দিয়েছিল ফিল্ম বিশেষজ্ঞদের। হিট হওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু মুক্তির প‍র অনেকের দাবি, শামশেরা ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এর সস্তা নকল ছাড়া আর কিছুই নয়।

নিন্দুকদের তালিকায় রয়েছেন কামাল আর খানও (Kamal R Khan), যিনি সুযোগ পেলেই গুলি ছোঁড়েন বলিউডকে লক্ষ‍্য করে। তাঁর নিশানা থেকে বাদ যাননা প্রায় কেউই। বিশেষ করে তিন খানের প্রতি বেজায় রাগ কেআরকের। এবার তিনি ট্রোল করলেন রণবীরকে। আমির খানের শেষ মুক্তিপ্রাপ্ত ফ্লপ ছবি ‘ঠাগস অফ হিন্দুস্তান’ এর সঙ্গে তুলনা করলেন শামশেরাকে।


কেআরকের মতে, বলিউডের এ যাবৎ সবথেকে জঘন‍্য ছবি হল শামশেরা। টুইটে তিনি দাবি করেছেন, শামশেরার সকালের শো গুলি সব বাতিল হয়ে গিয়েছে। কারণ দর্শকই হচ্ছে না। আর বাকি যে শো গুলো রয়েছে তাতেও দর্শক সংখ‍্যা খুব কম। এতেই প্রমাণ হয়ে যায় ঠাগস অফ হিন্দুস্তানের থেকেও বড় ফ্লপ হতে চলেছে শামশেরা। তিনি আরো দাবি করেছেন, যে যে হলগুলোতে শামশেরা চলছে, সবকটির বাইরে অ্যাম্বুলেন্স পরিষেবা রাখা হোক। কারণ দর্শকদের দরকার পড়বে।

এমন একটি ছবির পেছনে টাকা বিনিয়োগ করার জন‍্য প্রযোজক আদিত‍্য চোপড়াকেও কটাক্ষ শানাতে ছাড়েননি কেআরকে। পাশাপাশি তিনি শাহরুখ খানকেও আগেভাগে সাবধান করেছেন, আদিত‍্য চোপড়া খুব সফলভাবে রণবীর, অক্ষয় কুমার, আমির, অর্জুনদের কেরিয়ার বরবাদ করেছেন। এরপর শাহরুখের ‘পাঠান’ও না ডুবে যায়!

শামশেরার রিভিউ দিতে গিয়ে কেআরকে লিখেছেন, রণবীর মানসিক বিকারগ্রস্ত। নিজের হাতেই নিজের কেরিয়ার ধ্বংস করছেন। বলিউডে গত পাঁচ দশকে নাকি শামশেরার থেকে বেশি জঘন‍্য ছবি আসেনি, দাবি কেআরকের।

X