বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আদালতের নির্দেশ সামনে আসার পর থেকেই তোলপাড় বাংলা। তবে আগামী ৭ এপ্রিল সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজেদের অধিকারের দাবিতে একটি সমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। সেখানে তাঁদের পাশে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ওই সমাবেশ সম্পর্কে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানিয়েছেন আগামী সোমবার মুখ্যমন্ত্রী তাঁদের সাথে সাক্ষাৎ করে যা করার করবেন। তার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। তৃণমূল নেতার কথা অনুযায়ী ওইদিন বড় কিছু ঘটতে চলেছে।
৭ এপ্রিল নিয়ে বড় ইঙ্গিত কুণালের (Kunal Ghosh)
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় নিয়ে অসন্তুষ্ট কুণাল (Kunal Ghosh) এদিন বললেন,‘বিপদে যারা পড়েছেন তাঁদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। সকলের চাকরি যেতে পারে না বলে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর এক বিচারপতি সকলের চাকরি যাওয়ার রায় দিলেন। এটা অবিচার। কোনও গ্রেফতার হওয়া বা অভিযুক্তকে ডিফেন্ড করছি না।’ একইসাথে আদালতের রায়ের বিরোধিতা করে তাঁর সংযোজন,’তৃণমূল কংগ্রেস তাদের বাঁচাতে কোর্টে কোনও আইনি ব্যবস্থা নেয়নি। যাঁদের দোষ নেই, তাঁরা বিপর্যয়ে পড়বেন কেন? সকলকে জলে ফেলে দেওয়া হল। এই রায় সমর্থনযোগ্য নয়।’
কী হতে চলেছে আগামী সোমবার?
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি জানিয়েছি, তাঁদের সভায় যাব।’ এই সমাবেশ সম্পর্কে এদিন কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন বললেন, ‘মুখ্যমন্ত্রী চাকরিহারাদের পাশে আছেন। তিনি কিছু একটা ব্যবস্থা নেবেন। ৭ তারিখ তিনি কী করছেন, তিনি কী ভাবছেন সেটা জানাবেন।’ একইসাথে চাকরিহারাদের আশ্বস্ত করে কুণাল বলেছেন মুখ্যমন্ত্রী সবার জন্য নিশ্চয়ই কোনো ভালো সিদ্ধান্ত নেবেন। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রী বিপদগ্রস্তদের পাশে আছেন। সমস্ত দিক মুখ্যমন্ত্রী দেখছেন। যেটা বৈধ বলে মনে করবেন সেটা হবে। কী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন।’
আরও পড়ুন: ৭ এপ্রিল চাকরিহারাদের পাশে থাকবেন মমতা! একইদিনে ‘কালীঘাট চলো’র ডাক BJP-র
অন্যদিকে এতজন মানুষের চাকরি যাওয়ায় যাঁরা পৈশাচিক আনন্দ উপভোগ করছেন তাঁদের উদ্দেশ্যে কুণাল (Kunal Ghosh) এদিন বললেন, ‘চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করছেন, তাঁদের কিছু বলার দরকার নেই। কীসে ভাল হয় সেটা মমতা বন্দোপাধ্যায় জানেন। ভাল সিদ্ধান্তই নেবেন।’ আগামী সোমবার একইদিনে ‘কালীঘাট চলো’র ডাক দিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে পরামর্শ দিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, ‘যাঁরা ২০১৬ সাল থেকে পড়াচ্ছেন, এত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকায় তাঁদের কিছু গ্রেস মার্কস দিক এসএসসি। অন্তত এই দিকটা দেখুক রাজ্য সরকার।’
বিজেপি নেতার এই মন্তব্যের জবাবে কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, ‘এখন পৈশাচিক আনন্দ করে জ্ঞান দেওয়ার দরকার নেই।’ প্রসঙ্গত এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে মাঝে মধ্যেই ভেসে আসছে চাকরি হারাদের কান্নার ছবি। এই ভয়াবহ বিপর্যয়ের সময় মন শান্ত রাখতে পারছেন না কেউই।