বাংলা হান্ট ডেস্কঃ দিন দিন নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) রহস্যের কাহিনীতে জুড়ছে নতুন নতুন নাম। এবার নাম জড়ালো বিনোদন দুনিয়ার তারকার। এই প্রথম কোনো অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার ইডি (ED) দফতরের তলব করা হল জনপ্রিয় টলি অভিনেতা বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)। চলছে টানা জিজ্ঞাসাবাদ।
জানা গিয়েছে, ২০১৭ সালে একটি গাড়ির শোরুমে প্রায় ৪০ লক্ষ টাকা জমা করেছিলেন তৃণমূলের কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। পরে তদন্তে উঠে আসে এক ল্যান্ড রোভার (Land Rover) ডিসকভারি গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেণ কুন্তল। যার রেজিস্ট্রেশন হয়েছিল টলি অভিনেতা বনি সেনগুপ্তর নামে। এবার এই সূত্র ধরেই বনিকে টানা জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা।
এদিন দুপুরে জিজ্ঞাসাবাদ প্রথম দফায় ইডির জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হন বনি সেনগুপ্ত। সেখানে তিনি জানান, ‘আমার সঙ্গে কাজের সূত্রে ব্যক্তিগত সম্পর্ক হয়ে গিয়েছিল কুন্তলের। উনি আমাকে গাড়িটি দিয়েছিলেন।’ কিন্তু ব্যক্তিগত কী এমন সম্পর্ক যে ৪০ লক্ষ টাকা? বনি বলেন, ‘অনেক সময়ে হয় না, আমাদের পরিচিতরা কিছু দিতে চান, তেমনই হয়েছিল এক্ষেত্রে।’
এই বিষয়ে কোনো লিখিত চুক্তি ছাড়াই টাকা লেনদেন হয়েছিল বলে জানান বনি। অভিনেতা বলেন, ‘কিছু ইভেন্ট করে দেওয়ার কথা ছিল। আমি তখন গাড়ির প্রয়োজনীয়তার কথা বলি।’ পাশাপাশি কুন্তলের সাথে পরিচয়ের কথাও জানান তিনি। বলেন, ‘এক এজেন্টের সূত্রে পরচিয় হয়েছিল। সেই ২০১৭ সালের কথা। এখন সেই এজেন্টের নামটাও মনে নেই।’
তবে এখানেই উঠছে প্রশ্ন। কী এমন কাজের বিনিময়ে এই বিপুল পরিমান টাকা বনিকে দিলেন কুন্তল! কিসেরই বা ব্যক্তিগত সম্পর্ক? আর তাও সরাসরি কোনো টাকা যায়নি বনির অ্যাকাউন্টে। গিয়েছিল গাড়ির শোরুমে। অন্যদিকে, ল্যান্ড রোভারের দাম ৪০ লক্ষেরও বেশি। তবে বাকি টাকাটাই বা কে জোগালো? এই সকল প্রশ্নের রহস্যভেদ করতে এবার ইডির রেডারে বনি সেনগুপ্ত।