বিপাকে মমতা-অভিষেক! এবার পঞ্চায়েতে ‘নো ভোট টু টিএমসি’র ডাক আদিবাসী কুড়মি সমাজের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পঞ্চায়েত ভোট নিয়ে শোরগোল বঙ্গ জুড়ে। গত বৃহস্পতিবার নির্বাচনের (Panchayat Vote) দিনক্ষণ ঘোষণা করেছেন রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। দায়িত্বে রাজ্য পুলিশ। আগের বারের ন্যায় এবারেও গোটা রাজ্যে এক দফাতেই হতে চলেছে নির্বাচন। তবে ভোটের দিন প্রকাশ হওয়ার পর থেকেই উঠে এসেছে একের পর এক অভিযোগ। নানা দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি ও কংগ্রেস। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার পঞ্চায়েতে ‘নো ভোট টু টিএমসি’র (No Vote To TMC) ডাক দিল আদিবাসী কুড়মি (Kurmi) সমাজ।

বঙ্গের পঞ্চায়েতে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের মধ্যে মেগা ফাইট হওয়ার কথা থাকলেও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই নাটকীয় মোড়। এবার জঙ্গলমহলে পঞ্চায়েতের লড়াইয়ে নামতে দেখা যেতে পারে আন্দোলনরত কুড়মি সমাজকে। এমনটাই ইঙ্গিত দিয়ে ‘নো ভোট টু টিএমসির’ ডাক দিয়েছে কুড়মি সমাজের খাগর ঘেরা কেন্দ্রীয় কমিটি।

এই বিষয়ে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক মাহাতো বলেন, “অবিলম্বে কুড়মি আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নিঃস্বার্থ মুক্তি দিতে হবে।” নয়তো এই ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এবার প্রশ্ন উঠছে জঙ্গলমহলে ভোটে তাহলে কি এবার নতুন সমীকরণ!

kurmi

প্রসঙ্গত, গত ২৬মে গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের ওপর আছড়ে পড়ে কুড়মি সম্প্রদায়ের লোকেদের বিক্ষোভ। অন্যদিকে, অভিষেকের কনভয় বেরিয়ে যাওয়ার পর আদিবাসী নেত্রী তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে ইট এসে পড়ে। যাতে মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে যায়। অল্পবিস্তর জখম হন বিরবাহা।

এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও ঘটনার পর কোনও ভাবেই কুড়মিদের কাঠগড়ায় তোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতে কি! অভিষেকের কনভয়ে হামলার অভিযোগে এরপর থেকেই গ্রেফতার হন একের পর এক কুড়মি নেতা। যাদের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। এবার কি তবে সেই আন্দোলনের আঁচ পড়তে চলেছে পঞ্চায়েতের ভোটবাক্সেও? তুঙ্গে জল্পনা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর