বাংলা হান্ট ডেস্কঃ মর্তে এসেছেন দেবী। আট থেকে আশি পুজোর আনন্দে মেতে উঠেছে সকলে। তবে এরই মধ্যে অশনি সংকেত। দুর্গাপুজো চলাকালীনই হতে পারে জঙ্গি হানা (Terrorist Attack)। তড়িঘড়ি সতর্কতা জারি হল মহানগরে (Kolkata)। পুজোর আবহেই জঙ্গি-হানার আশঙ্কায় কলকাতা পুলিশের প্রতিটি থানাকে ইতিমধ্যেই সতর্ক করেছে লালবাজার (Lalbazar)।
শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ কর্তার কাছে সতর্কবার্তা পৌঁছে গিয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে জঙ্গি কার্যকলাপ নিয়ে শুক্রবারই লালবাজার তরফে প্রতিটি থানাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ‘মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘ম্যাক’ পুজোর সময়ে জঙ্গি-হানার পরিকল্পনার খবর কলকাতা পুলিশের কাছে পৌঁছায়। শুক্রবার এই খবর আসা মাত্রই নড়েচড়ে বসেছে লালবাজার। ম্যাক এর বার্তা পাওয়া মাত্রই কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (সদর) বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেন। শহরের সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ করবেন…’, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে বিরাট আপডেট
যদিও এই জঙ্গি-হানা নিয়ে এখনও বিস্তারে কিছু জানানো হয়নি। কোথায় এই হামলা হতে পারে বা এর পেছনে কারা রয়েছে, কোন উগ্রপন্থী সংগঠন, এই সকল বিষয়ে খোলসা করা হয়নি। সতর্কবার্তায় এই সকল বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি লালবাজার তরফে।
যদিও লালবাজার জানিয়েছে, তারা সকল পরিস্থিতিতে মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। পুলিশ সূত্রে খবর, নগরীতে প্রায় ৫১টি নজর-মিনার থেকে নজরদারি চালানো হচ্ছে। ময়দানে নেমেছে ১৬টি কুইক রেসপন্স টিম। পাশাপাশি ১৮ জন উপ নগরপাল পদমর্যাদার অফিসার সমস্ত বিষয়ে নজর রাখছেন। পুজোর সময় এমনিতেই নিরাপত্তা দিতে অতিরিক্ত প্রায় আট হাজার পুলিশকর্মীকে নিয়োজিত করা হয়েছে। রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও।