বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গের কোন জেলা ভাসবে বৃষ্টিতে?

   

বাংলা হান্ট ডেস্ক: আকাশের মুখ ভার হওয়ার সাথে সাথেই বাড়ছে ভ্যপসা গরম। বুধবার সকাল থেকেই রয়েছে আংশিক মেঘলা আকাশ। যদিও হাওয়া অফিস সূত্রে খবর বেলা বাড়ার সাথেই আরও বাড়বে অস্বস্তি। সূর্যের তাপের সাথেই বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি অনুভূত হবে আরও গরম। যদিও বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে খুশির খবর এই যে এই সপ্তাহের শেষেই সবাইকে স্বস্তি দিয়ে বৃষ্টিতে (Rain) ভিজতে চলেছে তিলোত্তমা কলকাতা (Kolkata)। আবহাওয়া দপ্তরের (Weather Office) দেওয়া পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, বুধবারেই নিন্মচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে আগে থেকেই বাংলা জুড়ে চোখ রাঙাচ্ছে নতুন সাইক্লোন রিমাল।

যদিও রাজ্যে এই ঘূর্ণিঝড়ের কেমন প্রভাব পড়তে পারে কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিনা সে সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।তবে আবহাওয়া দপ্তরের দেওয়া আপডেট থেকে জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরী হতে চলেছে তা চলতি সপ্তাহের শুক্রবারেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হলে তা উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে।বুধবার কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসাথে বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।বুধবার বিকেলের পর থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে শনি ও রবিবার।

আরও পড়ুন: কোথায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত? দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা কতটা? লেটেস্ট আপডেট

তাই আলিপুর আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সতর্ক করে জানিয়ে দিয়েছে শুক্রবার থেকে সমুদ্রে যাওয়া নিষেধ।প্রসঙ্গত মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। আর আজ অর্থাৎ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

weather cyclone remal

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস থেকে জানা যাচ্ছে সপ্তাহের শেষে শনিবার থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়া বুধবার মালদা এবং দিনাজপুরেও ঝড়-বৃষ্টির হতে পারে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর