মমতা সরকারের বিরুদ্ধে এবার এই সিদ্ধান্তে একই মেরুতে বাম-কং-বিজেপি

বিজেপির (bjp) সাথে একই মেরুতে বাম-কংগ্রেসও (left front – congress) । মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকারের প্রতি অনাস্থায় বিজেপির সাথে বিরোধী ভোট দিতে আপত্তি নেই দুই দলের। সম্প্রতি এমনই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। যদিও বিজেপির সাথে তাদের রাজনৈতিক অবস্থান এক নয় বলেও জানিয়েছেন তারা।

images 2021 01 01T114858.315

বাম কংগ্রেসের বক্তব্য, যেভাবে বর্তমান রাজ্য সরকার থেকে একের পর এক বিধায়ক ও মন্ত্রীরা দল ত্যাগ করছেন তাতে সরকারের উচিত বিধানসভার অধিবেশন ডেকে আস্থা ভোটের সম্মুখীন হওয়া।

প্রত্যাশিত ভাবেই, এই আস্থা ভোট হলে সরকারের বিরুদ্ধেই ভোট দিতে পারে বাম কংগ্রেস। বিরোধী পক্ষে ভোট দেবে বিজেপিও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তবে বিজেপির সাথে একই মেরুতে বাম কংগ্রেস?

আব্দুল মান্নান জানিয়েছেন, তারা অনেকগুলো ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের তৃণমূল সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার মানে এই নয় যে তারা তৃণমূল হয়ে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে তাদের লড়াই ছিল, আছে এবং থাকবে৷ বিজেপি কি করবে তাতে তাদের আগ্রহ নেই।

সুজন চক্রবর্তীর বক্তব্য, সরকারের ওপর তার বিধায়কদের আস্থা আছে কিনা তা সরকার বিধানসভার অন্দরে আস্থা ভোটের মধ্য দিয়ে প্রমাণ করুক। আমাদের সরকারের প্রতি আস্থা নেই। বাকিরা কে কোথায় ভোট দেবে আমরা জানি না৷

 

 


সম্পর্কিত খবর