মমতার কথা অক্ষরে অক্ষরে পালন! রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ গেয়ে ব্রিগেড শুরু বামেদের

বাংলাহান্ট ডেস্ক : DYFI এর ডাকে আজ ব্রিগেড সমাবেশে যোগ দিতে সারা রাজ্য থেকে এসেছেন বাম কর্মী-সমর্থকরা। তবে ব্রিগেড সমাবেশের শুরুতেই সবাইকে অবাক করে দিয়ে গাওয়া হল ‘বাংলার মাটি, বাংলার জল’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দেন যে যেকোনো সরকারি অনুষ্ঠানের শুরুতে বাজাতে হবে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’।

বাম যুব সংগঠনের ডাকা ব্রিগেডে সবাইকে অবাক করে দিয়ে গাওয়া হল সেই গানই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গেয়ে উদ্বোধন হল বাম যুব সংগঠনের সম্মেলনের। চাকদহের একটি সাংস্কৃতিক গোষ্ঠী অনুষ্ঠানের শুরুতে এই গান পরিবেশন করে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত এই রাজ্য সংগীত শুনে অনেকেই অবাক হয়ে যান।

আরোও পড়ুন : ১ মার্চ থেকে বড়সড় পরিবর্তন GST নিয়মে! এই বদল সম্পর্কে না জানলে পড়বেন বিপদে

ডিওয়াইএফআই নেতৃত্ব দাবি করেছে, অনুষ্ঠানের শুরুতে এই গান গাওয়া আকস্মিক কোনও ব্যাপার নয়। এটি তাদের অজান্তে করা হয়নি। পরিকল্পিত সবটা। বাম যুব সংগঠনের নেতৃত্বের বক্তব্য, রাজ্য সংগীত করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান।

brigade1

তার প্রতিবাদে অবিকৃতভাবে এই গানটিকে ব্রিগেডের সম্মেলনে পরিবেশন করা হল। ডিওয়াইএফআইয়ের কলকাতার জেলা সম্পাদক পৌলমী মজুমদার বলেছেন, “রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লিখেছিলেন ধর্মীয় বিভাজনের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। বর্তমান প্রেক্ষাপটে সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই গান গাওয়া হয়েছে ব্রিগেড সমাবেশের শুরুতে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর