শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ মৃত্যুতে ‘প্রশাসনিক গাফিলতির’ অভিযোগ! এবার জল গড়াল কলকাতা হাইকোর্টে

Published on:

Published on:

calcutta high court(45)

বাংলা হান্ট ডেস্কঃ ভাসছে কলকাতা (Kolkata)। এক রাতের প্রবল বৃষ্টিতে ছারখার সব। প্রাকৃতিক দুর্যোগের (Natural Disaster) তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে শহর কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এই ঘটনার জল এবার গড়াল হাইকোর্টে (Calcutta High Court)।

৭ নাগরিকের মৃত্যুতে প্রশাসনের দিকে আঙুল | Calcutta High Court

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতার ৭ নাগরিকের মৃত্যুতে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ। কলকাতা হাইকোর্ট এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিল দুটি সংগঠন। একইসাথে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সাহায্য প্রদান করার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছে চিঠিতে।

মামলাকারী দুই সংগঠনের বক্তব্য, অতীতেও এই ঘটনার সাক্ষী থেকেছে শহর। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খোলা তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু তারপরেও বিদ্যুৎ বণ্টন সংস্থা, পুরসভা, পুলিশ, প্রশাসন পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নি।

প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে এত মানুষের বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা হিসেবে চিঠিটি গ্রহণ করে হাইকোর্টকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রধান বিচারপতির দফতরে চিঠি দিয়ে সেটিকে মামলার নথি হিসেবে গ্রহণ করার জন্য সেভ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া ল ইয়ার্স অ্যাসোসিয়েশন হাইকোর্ট শাখা তরফে আর্জি জানানো হয়েছে।

Two more deaths on the street due to electrocution in South Kolkata

আরও পড়ুন: রেকর্ড বৃষ্টিতে অচল কলকাতা, বিদ্যুৎস্পৃষ্টে ৭ মৃত্যুতে ক্ষোভ উগরে দিলেন মমতা, কাকে দোষ দিলেন?

প্রসঙ্গত, বৃষ্টি শুরুর পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ মৃত্যুর খবর সামনে আসে। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার হারিদেবপুর ও টালিগঞ্জ এলাকায় রাস্তার উপরে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরও ২ জন সাধারণ পথচারী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ।