LIC ঝড়ে উড়ল SBI! শেয়ার বাজারে সবথেকে মূল্যবান সরকারি কোম্পানি হয়ে নজির জীবন বীমা নিগমের

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েকদিন ধরেই সরকারি বিমা কোম্পানি LIC (Life Insurance Corporation of India)-র শেয়ারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যখন শেয়ার বাজার ক্র্যাশ করছিল তখনও LIC-র শেয়ারগুলিতে দুর্দান্ত উত্থান পরিলক্ষিত হয়েছে। আর সেই কারণেই বর্তমানের পতনের বাজারে LIC-র শেয়ার গ্রিন জোনে রয়েছে।

আর এহেন ইতিবাচক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবার দুর্দান্ত সাফল্য অর্জন করল এই বিমা সংস্থা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই LIC স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে (State Bank Of India) হারিয়ে শেয়ার বাজারে মূল্যবান সরকারি সংস্থার খেতাব অর্জন করেছে।

LIC is the most valuable government company in the Share Market

LIC-র শেয়ারের দাম বেড়েছে: জানিয়ে রাখি যে, গত মঙ্গলবারের পরে, বুধবারও LIC-র শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, ওই শেয়ারটি প্রায় ২ শতাংশ বেড়ে ৯০০ টাকায় পৌঁছেছে এবং ৫২ সপ্তাহের সর্বোচ্চেও পৌঁছে গিয়েছে। এমতাবস্থায়, সংস্থার এহেন শেয়ার বৃদ্ধির সাথে সাথে LIC-র মার্কেট ক্যাপ ৫.৮ লক্ষ কোটি টাকার গন্ডি অতিক্রম করেছে।

আরও পড়ুন: ২০২৪ সালে ৬০টি নতুন বন্দে ভারত পাচ্ছে দেশ! বাংলায় কটা? বড় তথ্য জানিয়ে দিল রেল

আর এইভাবেই, LIC দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ছাড়িয়ে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত মূল্যবান সরকারি সংস্থায় পরিণত হয়েছে। এদিকে, আমরা যদি SBI-এর শেয়ারের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে বুধবার, SBI-র শেয়ারে পতন পরিলক্ষিত হয়েছে।

আরও পড়ুন: বিরাট সুখবর! ফের ৪ শতাংশ DA বাড়াল রাজ্য সরকার, মিলবে এই দিন থেকে, খুশিতে আত্মহারা কর্মীরা

পাশাপাশি, স্টেট ব্যাঙ্কের শেয়ার ১.৭১ শতাংশ হ্রাস পেয়ে ৬২৬.০০ টাকায় পৌঁছেছে। এই পতনের কারণে SBI-এর মার্কেট ক্যাপ ৫.৬১ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দীর্ঘসময় পর LIC তার বিনিয়োগকারীদের জন্য সুখবর দিয়েছে। সংস্থার শেয়ার তার আইপিও প্রাইস থেকে মাত্র ৪ শতাংশ দূরে রয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর