মাধ্যমিক পাশেই এবার খুলবে কপাল! প্রচুর কর্মী নিয়োগ LIC তে, মিলবে মোটা টাকা বেতন

বাংলাহান্ট ডেস্ক : আপনি কি বেকার? পড়াশোনা শেষ করে চাকরির সন্ধানে আছেন? তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বড় কাজের সুযোগ। এই পদে কাজ করার জন্য দরকার নেই উচ্চশিক্ষার। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে এই পদে।

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর জন্য এই অসাধারণ কাজের অফার নিয়ে এসেছে Life insurance corporation of india বা এলআইসি। মাধ্যমিক পাস করেও যারা ঘরে বসে রয়েছেন তারা আবেদন করতে পারবেন এই পদে। যোগ্যতা অনুযায়ী আবেদন করার পর আপনি এই পদে কাজ করার সাথে সাথে রোজগার করতে পারবেন মোটা অর্থ। চলুন এক নজরে এই পদে আবেদনের বিস্তারিত জেনে নেওয়া যাক।

 আরোও পড়ুন : শয্যাশায়ী পিয়া! তড়িঘড়ি নতুন বউকে নিয়ে হাসপাতালে অভিনেতা, হঠাৎ হলটা কী পরম সুন্দরীর?

নিয়োগকারী সংস্থা : LIFE INSURANCE CORPORATION OF INDIA

পদের নাম : Financial Advisor

মোট শূন্য পদ : কত শূন্য পদে নিয়োগ করা হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।

আরোও পড়ুন : উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে বাংলার তিন‌ শ্রমিক! উদ্ধারে এবার টিম পাঠালেন মুখ্যমন্ত্রী

বয়স সীমা : সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে যারা আবেদন করতে চান তাদের সর্বনিম্ন ১৮ বছর উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ ৫০ বছর বয়সী ব্যক্তিরা আবেদনের যোগ্য এই পদে।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও উচ্চশিক্ষিতরা এখানে আবেদন করতে পারবেন।

MA, BEd, graduates sat for the fourth grade staff recruitment test in west bengal

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি : ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও  অন্যান্য।

আবেদনের শেষ তারিখ : ৩০-১১-২০২৩

• বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.employmentbankwb.gov.in পোর্টালে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর