বজ্রপাতে পুড়ে গেল ধ্বজা, অথচ একটুও ক্ষতি হলো না মন্দিরের! ঈশ্বরের অপার মহিমার ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়ার জেরে গুজরাটের জনজীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত। মঙ্গলবারও একইরকমভাবে মুষলধারে বৃষ্টি চলছিল দুপুরের পর থেকে। এরই মাঝে একটি ভাইরাল ভিডিওতে ধরা পড়ল ঈশ্বরের অপার মহিমার ছবি। ঈশ্বরের লীলা বা অলৌকিকতার ক্ষেত্রে বিশ্বাসই হলো সবচেয়ে বড় মূলধন। আর এই ভিডিও দেখে অনেকেই এখন বলছেন ঈশ্বরের সেই অপার মহিমার কথা।

ঘটনাটি ঘটে গুজরাটের জাগ্রত মন্দির দ্বারকাধীশে। গুজরাটের এই মন্দির পর্যটকদের কাছে রীতিমতো একটি দর্শনীয় স্থান। মঙ্গলবার মুষলধারে বৃষ্টির সঙ্গে ঘনঘন হচ্ছিল বজ্রপাত। দুপুর ২:৩০ নাগাদ বজ্রপাত ঘটে দ্বারকাধীশ মন্দিরের উপরেও। যার জেরে নষ্ট হয়ে যায় মন্দিরের মাথায় লাগানো ঐতিহাসিক ধ্বজা। কিন্তু মন্দিরের আর কোনই ক্ষতি হয়নি। স্থানীয় গ্রামবাসীদের মতে, এটাই ঈশ্বরের মহিমা। হয়তোবা আরও বড় ক্ষতি হতে পারতো কিন্তু বাঁচিয়ে দিয়েছেন ঈশ্বরই। প্রথমদিকে ভয়ের জেরে ভাইরাল হচ্ছিল এই ভিডিওটি। কিন্তু তারপর মন্দিরের তেমন কোনো ক্ষতি হয়নি দেখে ঈশ্বরের অপার মহিমার কথা প্রচার করতে থাকেন সকলে।

দ্বারকাধীশ মন্দিরের ধ্বজাও রীতিমত বিখ্যাত। একমাত্র এই মন্দিরেই ৫২ গজের ধ্বজা ওড়ানো হয় দিনে তিনবার। ভক্তরাই এই ধ্বজা দান করেন। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হওয়ার কারণে হঠাৎই আগুন ধরে যায় এই ধ্বজাটিতে। তবে আপাতত পুড়ে যাওয়া এই ধ্বজাটিকেই রেখে দেওয়া হয়েছে মন্দিরের মাথায়। এলাকার জেলাশাসক নিহার ভাতারিয়া জানিয়েছেন, দুপুর দুটো থেকে আড়াইটে নাগাদ প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। সেইসময়ই বজ্রপাত ঘটে মন্দিরের উপর। ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষকে ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

কখনো কখনো এমন অনেক অলৌকিক ঘটনা ঘটে জাই বিজ্ঞানের যুগেও মানুষ ঈশ্বর বিশ্বাসী করে তোলে। দ্বারকাধীশ মন্দিরের এই ঘটনা হয়তো তারই একটি নিদর্শন। অন্তত এমনটাই মানছেন স্থানীয় এলাকাবাসীরা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর