বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট এখনও প্রকাশিত না হলেও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি (BJP)। আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে লড়তে দেখা যাবে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু হলেও এখন নেতা হিসেবে বঙ্গ রাজনীতির পরিচিত মুখ হয়ে উঠেছেন। দীর্ঘদিন সিনেপর্দায় দেখা নেই তাঁর। তবে হিরণের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ (Net Worth) দেখে অবাক হওয়ার জোগাড় হয়েছে!
হিরণ একদা অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রিতে সেভাবে আর কাজ পান না তিনি! সত্যিই দীর্ঘদিন বড়পর্দায় দেখা যায়নি তাঁকে। তবে হিরণের সম্পত্তির পরিমাণ দেখে সেকথা বোঝা দায়! একুশের বিধানসভা নির্বাচনের সময় মনোনয়ন পত্র দাখিল করার পাশাপাশি নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান জমা দিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে ফের তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
একুশের বিধানসভা নির্বাচনের সময় হিরণ যে হলফনামা জমা দিয়েছিলেন তা অনুযায়ী তাঁর সম্পত্তির (Hiran Chatterjee Net Worth) পরিমাণ ছিল প্রায় সাড়ে ৪ কোটির কাছাকাছি। হলফনামা অনুসারে, ২০১৯-২০ অর্থবর্ষে হিরণ মোট ৭ লাখ ৮০ হাজার ২৫০ টাকা আয় করেছিলেন। অপরদিকে তাঁর স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল ৪ লাখ ৮২ হাজার ৯৩০ টাকা। মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি প্রার্থীর হাতে নগদ ২ লাখ টাকা ছিল। অপরদিকে তাঁর স্ত্রীয়ের কাছে ছিল ২০ হাজার টাকা।
এছাড়া হিরণ এবং তাঁর স্ত্রীয়ের বহু ব্যাঙ্কে সঞ্চয় ছিল। একাধিক ক্ষেত্রে বিনিয়োগও করেছিলেন। এনএসএস, শেয়ার, বন্ড, মিউচুয়াল ফান্ডেও টাকা ঢেলেছিলেন। সেই সঙ্গেই তাঁর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা আছে বলেও হলফনামায় উল্লেখ করেছিলেন হিরণ। এছাড়া হলফনামায় ৭ লাখ ৬৮ হাজার টাকা দামের একটি গাড়ি আছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে তাঁর স্ত্রী অনিন্দিতার নামে কোনও গাড়ি তখন ছিল না।
একুশের বিধানসভা নির্বাচনের আগে হিরণ জানিয়েছিলেন, তাঁর নামে ৪ লাখ টাকার সোনা আছে। অপরদিকে স্ত্রী অনিন্দিতার গয়নার বাজারদর সেই সময় ছিল প্রায় ৬ লাখ টাকা। সব মিলিয়ে তখন হিরণের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল ১ কোটি ৮৬ লাখ ২ হাজার ৮৯৩ টাকায়। অপরদিকে অনিন্দিতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৭৯ লাখ ১ হাজার ২৮৯ টাকা। অর্থাৎ দু’জনের মিলিত অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল ২ কোটি ৬৫ লাখ ৪ হাজার ১৮২ টাকায়। হিরণ সেই সময় জানিয়েছিলেন, তাঁর স্ত্রী অনিন্দিতার নামে কোনও স্থাবর সম্পত্তি নেই। অপরদিকে তাঁর নামে ৪০ লাখ টাকা মূল্যের (তৎকালীন) একটি ফ্ল্যাট এবং ব্যাবসায়িক কাজে ব্যবহারের জন্য ৯০ লাখ টাকার (তৎকালীন) একটি বাড়ি ছিল।
আরও পড়ুনঃ বুমেরাং! এবার কুণালের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ করতে চলেছে তৃণমূল, রবিতেই ‘অ্যাকশন’
একুশের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, হিরণ এবং তাঁর স্ত্রীয়ের মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৮২ টাকা। এই তথ্য প্রকাশ্যে আসার পর বিস্তর চর্চা হয়েছিল সেই সময়। সম্প্রতি ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আসন্ন ভোটে ঘাটাল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে হিরণকে। সেই সঙ্গেই ফের একবার সংবাদের শিরোনামে উঠে এসেছে তাঁর সম্পত্তির পরিমাণ।