বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। সেখানে যেমন দেখা মিলেছে একাধিক নতুন মুখের, তেমনই বাদ পড়েছেন দলের বহু ‘পুরনো সৈনিক’ও। আরামবাগে তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে (Aparupa Poddar) যেমন এবার টিকিট দেয়নি ঘাসফুল শিবির।
২০১৪ সাল থেকে সাংসদ অপরূপা। পরপর দু’বারের ভোটে জয়ী তিনি। তবে লোকসভা ভোটে জয়ের হ্যাটট্রিকটা এবার অধরাই থেকে গেল তাঁর। চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) আরামবাগে তৃণমূলের (Trinamool Congress) বিদায়ী সাংসদকে টিকিট দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। অপরূপার পরিবর্তে এবার সেই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে মিতালি বাগকে।
তৃণমূলের থেকে লোকসভার টিকিট না পেয়ে অনেক নেতা-নেত্রীর ‘মন ভেঙেছে’! অর্জুন সিং যেমন জানিয়েছেন, তৃণমূল টিকিট দেবে না জানলে তিনি বিজেপি (BJP) থেকে ফিরতেন না। অন্যদিকে আবার তৃণমূলের রাজ্য সম্পাদক পদ থেকে নাকি ইস্তফা দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ইস্তফার চিঠি। যদিও সেই চিঠির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। ভোটের আগে ‘মান অভিমানে’র এই আবহে কি অপরূপাও তৃণমূলের হাত ছাড়বেন?
আরও পড়ুনঃ দিদির ডাকে ব্রিগেড ছুটে এলেও আর ফেরা হল না বাড়ি! রাস্তাতেই লুটিয়ে পড়লেন আতুয়াল, সব শেষ…
সম্প্রত এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে এই প্রশ্ন রাখা হয় আরামবাগে তৃণমূলের বিদায়ী সাংসদের কাছে। উত্তরে সেই সম্ভাবনা উড়িয়ে অপরূপা বলেন, তিনি দলের একজন ‘সাচ্চা সৈনিক’। বর্তমানে দলের সঙ্গে আছেন এবং আগামী দিনেও থাকবেন। তৃণমূল নেত্রীর কথায়, ‘বিজেপি যদি আমার জন্য তাজমহল, লালকেল্লাও এনে দেয়… তাও আমি কোনোদিন বিজেপি করতে পারিনি, পারবও না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি, দলকে ভালোবাসি। দলের সাচ্চা সৈনিক আমি’।
চব্বিশের লোকসভা ভোটে টিকিট না পেলেও কোনও আক্ষেপ নেই অপরূপার। তাঁর কথায়, ‘দিদি’ তাঁর জন্য যা করেছেন ভেবে করেছেন এবং ভালো করেছেন। তৃণমূল নেত্রীর কথায়, ‘দলের কাছে আমি চিরকৃতজ্ঞ। আরামবাগের মানুষের কাছে সারাজীবন ছিলাম এবং থাকব’। প্রসঙ্গত, গত এক দশকে ঘাসফুল শিবিরের অন্দরে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে অপরূপাকে। তৃণমূল নেত্রীর রাজনৈতিক দক্ষতা নিয়েও চর্চা হয়েছে একাধিকবার। শনিবার ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি খতিয়ে দেখতেও গিয়েছিলেন তিনি। তবে রবিবার প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা যায় নাম নেই তাঁর। লোকসভা ভোটে টিকিট না পেলেও তিনি যে দলের হাত ছাড়বেন না তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অপরূপা।