একি কাণ্ড! কৃষ্ণনগরে ‘দাদু’র হয়ে ‘নাতি’র ভোট! ‘দাদু’র নাম জিজ্ঞেস করতেই ছুটল কালঘাম

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার পশ্চিমবঙ্গে চতুর্থ দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election) চলছে। আজ রাজ্যের ৮টি আসনে ভোট চলছে। কৃষ্ণনগর, বহরমপুর, রানাঘাট সহ আরও ৫টি আসনে নির্বাচন চলছে আজ। সকাল থেকেই নানান কেন্দ্র থেকে সামনে আসছে ভোট সংক্রান্ত খবর। এবার যেমন জানা গেল, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের (Krishnanagar Lok Sabha Constituency) নদিয়ার তেহট্টে ধরা পড়েছে ‘ভুয়ো নাতি’।

প্রত্যেক বছর ভোট এলেই ছাপ্পা পড়ার অভিযোগ ওঠে। বাংলার পঞ্চায়েত নির্বাচনে যেমন ভোট বয়কট হওয়ার পরেও ৯৫% ভোট পড়ার খবর উঠে এসেছিল। একুশের বিধানসভা ভোটেও ছাপ্পা ভোট পড়ার টুকরো টুকরো নানান ছবি প্রকাশ্যে এসেছিল। তবে এবার যা ঘটল, তাতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। চব্বিশের লোকসভা ভোটে কৃষ্ণনগর (Krishnanagar) কেন্দ্রে ধরা পড়ল ‘ভুয়ো নাতি’।

   

এদিন কৃষ্ণনগরের জোট প্রার্থী এই ‘ভুয়ো নাতি’কে ধরেন। জানা যায়, ‘দাদু’র হয়ে ভোট দিতে এসেছিল ‘নাতি’। কিন্তু দাদুর নাম জিজ্ঞেস করতেই ফাঁপরে পড়ে যায় নাতি! সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের সামনে পড়ে কার্যত কালঘাম ছুটে যায় তাঁর! ফ্যালফ্যাল করে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সে।

আরও পড়ুনঃ ‘চাকরির প্রতিশ্রুতি’ দিয়ে নিয়েছেন বিপুল টাকা! এবার দেবের ‘খাস’ লোকের বিরুদ্ধে হাই কোর্টে মামলা

দাদুর নাম বলতে না পারায় অদ্ভুত যুক্তি দেখিয়ে বলেন, ‘আসলে বাইরে থাকি তো, সেই জন্য ভুলে গিয়েছি’। যদি তাঁর এই যুক্তি কেউই মানেনি। শত চেষ্টা করলেও শেষ অবধি প্রশ্নের জালে রীতিমতো ফেঁসে যান তিনি।

Lok Sabha Election Krishnanagar fake grandson

উল্লেখ্য, প্রত্যেক নির্বাচনেই ছাপ্পা ভোট পড়ার খবর সামনে আসে। ভুয়ো ভোটার ধরা পড়ার খবরও একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। তবে এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেল ‘ভুয়ো নাতি’। চব্বিশের লোকসভা ভোটে ছাপ্পা ভোট আটকাতে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজ্যের বুথগুলিতে। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীর সেই নিরাপত্তার জাল ভেদ করে দাদুর হয়ে ‘ভুয়ো নাতি’ এসে ভোট দিলেন। কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা হল না। কৃষ্ণনগরের জোট প্রার্থী ধরে ফেললেন তাঁকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর