বাংলা হান্ট ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election) নিয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে যে তাকেই দেখা যাবে এতে কোনও সন্দেহ নেই আমি জনতারও। তবে তাই বলে কি সবকিছু এমনিই ছেড়ে দেবে বিরোধীরা? নাহ্, এমনটা মোটেও নয়। আর তাই তো দেশের হাই ভোল্টেজ কেন্দ্র তথা মোদীর গড় বারাণসীকে নিয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত বিরোধীরা।
২০১৪ এবং ১৯ এরম মত ১৮ তম লোকসভা নির্বাচনেও যে মোদী যে বারাণসী থেকেই লড়বেন সেকথা প্রায় জানাই ছিল। তারপর থেকেই প্রশ্ন ছিল যে, এই হাই ভোল্টেজ কেন্দ্র থেকে মোদীকে চ্যালেঞ্জ জানাবেন কে? বিরোধীরা কাকে দাঁড় করাবেন নমোর বিরুদ্ধে? প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম উঠে এলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বারাণসীর মত একটা কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন বলে মনে হয়না।
যদিও বিরোধীরা বারবার প্রমাণ করার চেষ্টা করে আসছে যে, এই লড়াই প্রধানমন্ত্রী মোদীর পক্ষে সহজ হবেনা। এক কথায় ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনি’ মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিরোধী জোটও। তাছাড়া দিনকয়েক আগেই একজোট হয়েছে সপা এবং কংগ্রেস। যদিও এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এসপি-বিএসপি জোট বেঁধেছিল। তবে সেবারও দমানো যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
আরও পড়ুন : প্রেমের সামনে তুচ্ছ সবই, ধর্ম বদলে বিষ্ণুকে বিয়ে সোনমের, যাচ্ছেন রামলালার দর্শনে
তারও আগে অর্থাৎ ২০১৪ সালেও একবার মোদীঝড় আটকানোর চেষ্টা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি সুদুর দিল্লি থেকে বারাণস এসেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করতে। যদিও সেবারও ৬৩ শতাংশ বেশি ভোট নিয়ে জয়লাভ করেছিলেন নমো। যা নিজেই একটা বড় রেকর্ড। তখন থেকেই শুরু হয় মোদীর বিজয় যাত্রা।
আরও পড়ুন : বাংলায় অত্যাচারিত হিন্দুরা! এক রাতে হাওড়ার ৫ মন্দিরে ভাঙচুর, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু
উল্লেখ্য, সেবার যখন বিজেপি উত্তরপ্রদেশ নাকি বিহার থেকে মোদীকে প্রার্থী করা হবে এই নিয়ে দ্বন্দ্বে পড়েছিল, তখনই এই বারাণসীকে বেছে নিয়েছিলেন নমো। এবং তার এই সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেছিলেন যে ‘মা গঙ্গা তাকে ডেকেছেন।’ এখন এইরকম একটা হাই ভোল্টেজ কেন্দ্র থেকে মোদীকে চ্যালেঞ্জ জানাবে কে? সূত্রের খবর, লোকসভা নির্বাচনে বারাণসী কেন্দ্র থেকে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত সুরেন্দ্র সিং প্যাটেল।