বাবা এবং ভাই কে হারিয়েও পড়েন নি ভেঙে, এখন IPL 2022-এ চেনাচ্ছেন নিজের জাত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মরশুমে মাঠে নামা লেফট আর্ম ফাস্ট বোলার চেতন সাকারিয়ার নামটা কিন্তু ক্রিকেটপ্রেমীদের কাছে নতুন নয়। ভারতীয় ক্রিকেট সার্কিটে নামটি অনেকটাই পরিচিত। সম্প্রতি তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন যে একজন ক্রিকেটার হিসাবে তার কেরিয়ারকে সুপ্রতিষ্ঠিত করার সেরা বছর হতে চলেছে ২০২২। ২০২১ সালে, সাকারিয়া তার ছোট ভাইকে হারিয়েছিলেন এবং তার বাবাও কিছু সময় আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তাতেও তাকে থামিয়ে রাখা যায়নি।

যারা আইপিএল নিয়ে চর্চা করে থাকেন তারা নিশ্চয়ই মনে রেখেছেন যে আইপিএলে নিজের প্রথম মরশুমে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন । তার পারফরম্যান্স দেখে, তাকে গত বছরের জুলাই মাসে প্রথমবার ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জার্সিতে একদিনের এবং টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছিলেন। চলতি মরশুমে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যেতে চাইছেন চেতন।

আইপিএল ২০২২-এর বেশিরভাগ সময় বেঞ্চে বসে থাকা সত্ত্বেও, বলেন, ‘দিল্লি শিবিরে যোগ দেওয়ার পর আমি একটা বিষয়ে বেশ উন্নতি করার চেষ্টা করেছি যেটা হল ইয়র্কার। আমার ইয়র্কার এখন আগের চেয়ে নিখুঁত। চলতি মরশুমের আগে যখন পিচ তৈরি হচ্ছিল, আমি দেখছিলাম ওই পিচে কোন বলটা কার্যকরী হতে পারে। সেইমতো পরিশ্রম করেছি।

সাকারিয়া দলের প্রধান কোচ রিকি পন্টিংকে নিয়ে অভিভূত। প্রাক্তন অজি অধিনায়ক সম্পর্কে তিনি বলেছেন যে পন্টিং দলের প্রতিটি খেলোয়াড়ের প্রতি সমান মনোযোগ দেন। সাকারিয়ার মনে তিনেক নতুন দলের সঙ্গে যত বেশি সময় কাটাচ্ছি, ততই তার দ্বারা প্রভাবিত হচ্ছি। দল যখন কঠিন পরিস্থিতিতে থাকে, তখন পন্টিং সব খেলোয়াড়ের মনোবল বাড়াতে ওস্তাদ।


Reetabrata Deb

সম্পর্কিত খবর