বাংলাহান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে ফের ১০০ টাকা দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। বিগত কয়েক বছরে যত সময় গেছে ততই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছে। তবে কেন্দ্রীয় সরকার বারবার চেষ্টা করেছে গ্যাস সিলিন্ডারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে। এই কথা ভেবে লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকার ১০০ টাকা কমিয়েছে গ্যাস সিলিন্ডারের দাম।
আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রধানমন্ত্রী গ্যাস সিলিন্ডারের উপর ১০০ টাকা ছাড়ের ঘোষণা করেন।১০০ টাকা দাম কমানোর পর এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতের বিভিন্ন জায়গায়। কলকাতায় ৯৩০ টাকায়, দিল্লিতে ৮০৩ টাকায়, ভোপালে ৮০৮.৫০ টাকায়, জয়পুরে ৮০৬.৫০ টাকায় এবং পাটনায় ৯০১ টাকায় বিক্রি হচ্ছে LPG। দাম কিছুটা কমায় স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরেছে সাধারণ মধ্যবিত্তের।
আরোও পড়ুন : প্রতীক্ষার অবসান! শেষমেশ মিটল দাবি, উত্তরবঙ্গের জন্য নয়া ট্রেনের ঘোষণা রেলের
তবে এই সময় আপনাকে যদি বলা হয় আরো কম দামে আপনি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তাহলে কেমন হয়? যদি আপনি আরো কম দামে এলপিজি সিলিন্ডার বুক করতে চান তাহলে আজকে প্রতিবেদন মন দিয়ে পড়ুন। Airtel Thanks App-এর মাধ্যমে আপনি যদি গ্যাস সিলিন্ডার বুক করেন তাহলে পেয়ে যাবেন ১০% পর্যন্ত ক্যাশব্যাক, অর্থাৎ প্রায় ৮০ টাকা পর্যন্ত কম লাগবে গ্যাস সিলিন্ডারের দামে। এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে গ্রাহকরা পেয়ে যাবেন ১০% পর্যন্ত ছাড়।
Airtel Thanks App-এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের পদ্ধতি: Airtel Thanks App খুলে PAY সেকশনে যেতে হবে। তারপর Recharge & Pay Bills সেকশনে Book Cylinder অপশনে ক্লিক করতে হবে। সেখানে Operator সিলেক্ট করে গ্রাহক নম্বর বা মোবাইল নম্বর বা অন্যান্য গ্রাহক তথ্য প্রদান করতে হবে। তারপর Proceed-এ ক্লিক করে Pay Now-এ যেতে হবে। সেখানে আপনাদের পেমেন্ট করতে হবে এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে।