নতুন বছরের প্ৰথম দিনে বড়সড় স্বস্তি! লাফিয়ে দাম কমল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই মিলল বড়সড় আপডেট। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। অর্থাৎ, ১ জানুয়ারি, ২০২৫ থেকে LPG সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা কমেছে।

দাম কমল LPG সিলিন্ডারের (LPG Cylinder):

তবে, জানিয়ে রাখি যে, তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমিয়েছে। অর্থাৎ, ঘরোয়া কাজে ব্যবহৃত LPG সিলিন্ডারের (১৪ কেজি) দামে কোনও পরিবর্তন হয়নি। উল্লেখ্য যে, ঘরোয়া কাজে ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম সর্বশেষ সংশোধিত হয়েছিল ২০২৪ সালের ১ অগাস্ট।

LPG cylinder prices reduced on the first day of the new year.

LPG সিলিন্ডারের হার: জানিয়ে রাখি যে, প্রতিমাসের শুরুতেই LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম প্রকাশ করে সংস্থাগুলি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সেখানেই স্পষ্ট হয়েছে যে, সংস্থাগুলির তরফে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এমতাবস্থায়, ১ জানুয়ারি, ২০২৫ থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে হল ১,৮০৪ টাকা, মুম্বাইতে ১,৭৫৬ টাকা, চেন্নাইতে ১,৯৬৬ টাকা এবং কলকাতায় ১,৯১১ টাকা।

আরও পড়ুন: হাইপারসনিক, AI, রোবোটিক্স….২০২৫ সালে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা, জানলে চমকে উঠবেন

আগে এই দাম ছিল: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের ১ ডিসেম্বর, মুম্বাইতে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম ছিল ১,৭৭১ টাকা। কলকাতায় ছিল ১,৯২৭ টাকা, চেন্নাইতে ছিল ১,৯৮০.৫০ টাকা। পাশাপাশি, দিল্লিতে এই দাম ছিল সিলিন্ডার প্রতি ১,৮১৮.৫০ টাকা।

আরও পড়ুন: কলকাতার বুকে নেটমাধ্যমে অত্যন্ত জনপ্ৰিয় এই মন্দিরে চলছে “তোলাবাজি”! বিস্ফোরক অভিযোগ কুণালের

১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই: প্রসঙ্গত উল্লেখ্য যে, ১৪.২ কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে এর দাম ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে দাম ৮১৮.৫০ টাকা।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X