ময়দান এবার দেখবে মদন বনাম অভিষেক দ্বৈরথ, কামারহাটির বিধায়কের ক্লাবকেও ছাড়পত্র দিলো IFA

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন মরশুমে লিগের লড়াই আরও রোমাঞ্চকর হতে চলেছে। কারণ সম্ভবত দুই প্রধানের প্রত্যাবর্তনের সাথে সাথে লিগে যোগ দেবে মুখ্যমন্ত্রীর দুই অনুগামীর দল। যদিও এই কথাটা নিন্দুকেরা ব্যাঙ্গাত্মক ভাবেই বলছে। আসল ঘটনা হল ২০২১-২২ মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের মালিকানাধীন ক্লাব। এই কথাটা সকলেরই জানা ছিল। এখন জানা গেল আসন্ন মরশুমে ফার্স্ট ডিভিশন খেলবে মদন মিত্রর দলও। ১৪ই এপ্রিল দুপুরে অভিষেকের ক্লাবের একটি টিজার এসেছিল প্রকাশ্যে। ভিডিও-তে দেখা গিয়েছিল তৃণমূলের যুবরাজ স্বয়ং ফুটবলে শট নিচ্ছেন। আজ আইএফএ তাদের অংশগ্রহণ নিশ্চিত করলো।।

আগামী মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নিচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)-র মাঠে নামা নিয়ে সকলে অত্যন্ত উৎসাহী। আজ মঙ্গলবার অভিষেকের ক্লাবকে খেলার ছাড়পত্র দিয়ে দিল আইএফএ।

আসন্ন মরশুমের আঁচ বৈশাখ মাস থেকেই চড়তে আরম্ভ করেছে যখন সকলে জেনেছেন যে সঙ্গে বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা এদিন তৃণমূল বিধায়ক মদন মিত্রের বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবকেও প্রথম ডিভিশনে খেলার অনুমোদন দিল। দুই প্রধানের পাশাপাশি তৃণমূলের দুই হেভিওয়েট নেতার ক্লাবের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

নববর্ষের দিন রিলিজ হয়েছিল অভিষেকের ক্লাবের জার্সি এবং লোগো। সেদিন ক্লাবের বারপূজায় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি স্বয়ং। তিনি জানিয়েছেন, “আজ যেমন আমাদের নববর্ষ, তেমনই ক্রিশ্চানদের গুড ফ্রাইডে, সেই সঙ্গে রমজান মাসে রোজাও চলছে। এই পবিত্র দিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল। ভবিষ্যতে ক্লাবকে আইএসএলেও যাতে দেখা যায় তার জন্য চেষ্টার ত্রুটি রাখবো না।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর