বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) উন্মাদনা এখন তুঙ্গে। তার মধ্যেই সকলের নজর এখন, মাধ্যমিক (Madhyamik Pariksha) ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের (Higher Secondary) দিকে। আম জনতার প্রশ্ন, কবে সামনে আসবে পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার্থী থেকে অভিভাবক, সবারই প্রশ্ন, ঠিক কবে আসবে পরীক্ষার ফলাফল? অবশেষে মুখ খুলল পর্ষদ।
সূত্রের খবর, খুব সম্ভবত মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের করতে চাইছে পর্ষদ। কেউ কেউ বলছে, উচ্চমাধ্যমিকের ফলাফল বেরোনো এখন কেবল সময়ের অপেক্ষা। তবে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এখনও চলছে টানাপোড়েন। ওদিকে কিছুদিন আগেই উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় একাধিক বদল আনার কথা বলেছে পর্ষদ। এহেন পরিস্থিতিতে মাধ্যমিক রেজাল্ট না বেরোলে পড়ুয়ারা সমস্যায় পড়বে বলে দাবি অভিভাবকদের।
উল্লেখ্য যে, ২০২৪-২৫ অর্থবর্ষ থেকেই শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। খুব সম্ভবত, আগামী মে মাস থেকেই লাগু হয়ে যাবে নয়া নিয়ম। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। এহেন আবহে যদি মাধ্যমিকের রেজাল্ট নিয়েই এত দ্বন্দ্ব থাকে তাহলে পড়ুয়ারা নিজেদের তৈরী করবে কীভাবে?
আরও পড়ুন : ৪২ বছর বয়সেও অপ্রতিরোধ্য ধোনি, IPL-র ইতিহাসে নয়া রেকর্ড! কল্পনাও করতে পারবেন না
এই জল্পনার মাঝেই সামনে এল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন সংক্রান্ত খবর। সূত্রের খবর, ফলাফল ঘোষণার জন্য সংসদ প্রায় তৈরি। মার্কশিট তৈরির কাজও নাকি প্রায় শেষ। সরকারের তরফ থেকে গ্রীন সিগন্যাল মিললেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করবে পর্ষদ। প্রাথমিকভাবে, এপ্রিলের শেষের দিকে ফলাফল ঘোষণা করার কথা থাকলেও এখন তা বদলে গিয়ে ‘মে’ মাস করা হয়েছে।
আরও পড়ুন : IPL-র দ্বিতীয় ধনী টিম, কোথা থেকে এত টাকা আয় করে KKR? চমকে দেবে শাহরুখের দলের সম্পদের পরিমাণ
শোনা যাচ্ছে, আসন্ন মে মাসের প্রথম দিকেই উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করবে পর্ষদ। এমন আবহে অনেকেরই ধারণা, আগামী মে মাসে মাধ্যমিকেরও রেজাল্ট বের করবে পর্ষদ। কারণ, আজ শুক্রবারই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে মে থেকে একাদশ শ্রেণির শিক্ষাবর্ষ শুরু হবে।