বাংলা হান্ট ডেস্কঃ দেশে লাউডস্পিকার সংক্রান্ত বিতর্কের পারদ ক্রমশই বেড়ে চলেছে। মহারাষ্ট্রের নবনির্মাণ দলের নেতা রাজ ঠাকরে লাউডস্পিকারে আজান চালানো বন্ধের জন্য ক্রমশই হুঁশিয়ারি দিয়ে চলেছেন। তাঁর এই হুঁশিয়ারি মাঝেই মহারাষ্ট্রের মুসলিম ধর্মীয় নেতারা একটি বড় পদক্ষেপ নিতে চলেছেন।
মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে এদিন তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কি সেই সিদ্ধান্ত? জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুসলিম ধর্মীয় নেতারা লাউডস্পিকার বিতর্কের মাঝেই সিদ্ধান্ত নিয়েছেন যে, সকালের দিকে মসজিদে কোনরকম লাউডস্পিকার বাজানো হবে না। দক্ষিণ মুম্বইয়ের ধর্মীয় নেতা এবং ট্রাস্টিরা এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিন মহম্মদ আলি রোড, মদনপুরার মতো মুম্বইয়ের মুসলিম এলাকাগুলির মোট 26 টি মসজিদের ধর্মগুরুরা একটি বৈঠকে আলোচনার মাধ্যমে লাউডস্পিকার বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।
এ দিন তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, সকাল বেলা লাউডস্পিকারের মাধ্যমে আজান পড়া বন্ধ করা হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত নিয়ম পালন করা হবে। এক্ষেত্রে রাত 10 টা থেকে সকাল 6 টা অব্দি লাউডস্পিকারে আজান চালানো বন্ধ থাকবে।
নবনির্মাণ দলের নেতারা মহারাষ্ট্র-এ লাউডস্পিকার বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়ে চলেছেন। দলনেতা রাজ ঠাকরে বলেন যে, যদি লাউডস্পিকারে আজান চালানো হয়, তবে সকল হিন্দুরাও হনুমান চল্লিশা চালিয়ে দেবেন। তাঁর এই বক্তব্যের পর গোটা রাজ্য জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বর্তমানে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র পুলিশ। ফলে শেষ পর্যন্ত এই বিতর্ক কোথায় গিয়ে থামে, সেদিকে তাকিয়ে সকলে।