বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় আরও বেশি করে উঠে আসছে রিয়া চক্রবর্তী (rhea chakraborty) ও পরিচালক মহেশ ভাটের (mahesh bhatt) নাম। এর আগেই ৮ জুন দুজনের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট (whatsapp chat) প্রকাশ্যে এসেছে। ওইদিনই সুশান্তকে ছেড়ে চলে আসেন রিয়া। এবার জানা গেল ১৪ জুন, অভিনেতার মৃত্যুর দিনও কথা হয় রিয়া-মহেশের।
এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফাঁস হওয়া চ্যাটগুলি ৯ থেকে ১৫ জুনের মধ্যে হয় রিয়া ও মহেশের। চ্যাটে বারবার পরিচালককে ‘দেবদূত’ বলে সম্বোধন করতে দেখা যায় রিয়াকে। তিনিই তাঁকে বাঁচিয়েছেন এমন কথাও বলেন অভিনেত্রী।
সুশান্তের থেকে দূরে সরে যেতে রিয়াকে পরামর্শ দিয়েছিলেন মহেশ ভাটই, দুজনের চ্যাট থেকে স্পষ্ট বোঝা গিয়েছে এ কথা। এরপর ১৪ জুন সকাল ৯:৩৫ মিনিটে প্রতিদিনের মতো পরিচালকের কাছে ‘মর্নিং কোট’ চেয়ে পাঠান রিয়া। সেই মেসেজের উত্তর দিয়ে সেদিনই দুপুর ২:৩৫ মিনিটে ফের তাঁকে ফোন করতে বলেন মহেশ ভাট।
এরপর রিয়ার ফোনে দুবার মিস কলও দেন পরিচালক। পরের দিন অর্থাৎ ১৫ জুন রিয়াকে একটি মেসেজ পাঠান। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সেই মেসেজ থেকে জানা গিয়েছে রিয়া নিজেই সুশান্তের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। অথচ এর আগে জেরায় অভিনেত্রী বলেন সুশান্তের দিদি মিতু আসবেন বলে অভিনেতাই তাঁকে বলেছিলেন চলে যেতে।
প্রসঙ্গত, সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফে প্রকাশ্যে আনা হয়েছে রিয়া ও মহেশের ৮ জুনের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। রিয়াকে সেখানে বলতে দেখা যায়, ‘আয়েশা মুভ অন করছে। ভারী হৃদয় ও একটু মুক্তির আভাস নিয়ে। আমাদের শেষ ফোন কলটা আমার চোখ খুলে দিয়েছে। তুমি আমার দেবদূত। তুমি আগেও ছিলে এখনও আছো।’ উল্লেখ্য, আয়েশা হল মহেশ ভাট পরিচালিত ‘জলেবি’ ছবিতে রিয়ার চরিত্রের নাম।
উত্তরে মহেশ ভাট বলেন, ‘পেছনে তাকিও না। যেটা অসম্ভব সেটাকে সম্ভব করে তোলো। তোমার বাবার প্রতি আমার ভালবাসা। উনি খুশি হবেন।’ রিয়া পাল্টা বলেন, ‘কিছুটা সাহস পেয়েছি স্যর। সেদিন ফোনে আমার বাবার সম্পর্কে যা বললে তা আমাকে ওর জন্য শক্ত হতে সাহায্য করেছে।’
এরপর মহেশ ও রিয়ার আরও কিছু কথাবার্তা প্রকাশ্যে এসেছে যেখানে মহেশ ভাটকে ‘নিয়তি’ বলে সম্বোধন করতে দেখা গিয়েছে রিয়াকে। অভিনেত্রী আরও বলেছেন, তাদের দুজনের রাস্তা এক হয়ে গিয়েছে।