ভারতের তুলনায় বাংলাদেশের GDP ভালো! ভিডিও বার্তায় “অদ্ভুত দাবি” মহুয়া মৈত্রের, শুরু বিতর্ক

Published on:

Published on:

Mahua Moitra

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে আসেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এমতাবস্থায়, ফের তাঁর একটি ভিডিও বার্তা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল সমালোচনাও। মূলত, ওই ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ দাবি করেছেন যে ভারতে কেউই থাকতে চায় না।

কী জানিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra):

শুধু তাই নয়, তিনি এটাও জানিয়েছেন যে ভারতের তুলনায় বাংলাদেশ পরিকাঠামোগত দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই মহুয়া মৈত্রের (Mahua Moitra) এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরাও। মূলত, ওই ভিডিও বার্তায় মহুয়া মৈত্র জানিয়েছেন, “আমি ভারত-বাংলাদেশ বর্ডার এলাকার প্রতিনিধিত্ব করি। নদিয়ার ওপারেই রয়েছে বাংলাদেশের কুষ্টিয়া। সেখানকার GDP এবং হেলথ ইন্ডিকেটর অনেকটাই এগিয়ে। ভারতের তুলনায় বাংলাদেশের একাধিক ক্ষেত্র অনেকটাই ভালো।”


তিনি (Mahua Moitra) আরও জানান, মোদী এবং অমিত শাহ দু’জনে মিলে ভারতের ক্ষতি করছেন। এদিকে, মহুয়ার এহেন বক্তব্যের জেরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। ইতিমধ্যেই আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি ওই ভিডিও বার্তার কিছুটা অংশ পোস্ট করে মহুয়ার সমালোচনা করেন।

আরও পড়ুন: “অপারেশন সিঁদুর” এখনও শেষ হয়নি! বিরোধীদের উত্তর দিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন রাজনাথ

তিনি মহুয়াকে (Mahua Moitra) “কৃষ্ণনগরের কাকিমা” হিসেবে সম্মোধন করে জানান, “কৃষ্ণনগরের কাকিমা মহুয়া মৈত্রের কথা অনুযায়ী কেউ ভারতবর্ষে থাকতে চায় না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভারতের থেকে ভালো।” তরুণজ্যোতি তাঁর পোস্টে আরও জানান, “কাকিমা এখানে কেন আছেন? টুক করে চলে গেলেই তো পারেন। যে দেশে থাকবেন সেদেশের অপমান করে আছেন কেন?”

আরও পড়ুন: বেঙ্গল বিজনেস কাউন্সিলের বার্ষিক সম্মেলনে চাঁদের হাট! ব্যবসায় সফল হওয়ার টিপস দিলেন সৌরভ

প্রসঙ্গত উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ একাধিকবার ভারতের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনাও করেছে। ঠিক এই আবহেই তৃণমূল সংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) এহেন বিতর্কিত প্রতিক্রিয়া তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।