বাংলাহান্ট ডেস্ক : আত্মহত্যা করলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) বাবা। বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা (Suicide) করেছেন বলে খবর। রিপোর্ট অনুযায়ী, বান্দ্রা পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চের থেকে একটি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। উপস্থিত হয়েছেন মালাইকার (Malaika Arora) প্রাক্তন স্বামী আরবাজ খানও। কিন্তু কেন ঘটল এই ঘটনা? হঠাৎ কেন আত্মহত্যা করলেন অভিনেত্রীর বাবা? কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।
আত্মঘাতী হলেন মালাইকা অরোরার (Malaika Arora) বাবা
জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মালাইকা অরোরার (Malaika Arora) বাবা অনিল অরোরা। এদিন নিজেদের বাসস্থানের ছাদ থেকেই ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে শোনা যাচ্ছে। তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আত্মহত্যার কারণ বা এই ঘটনা সংক্রান্ত বিশেষ কোনো তথ্য এখনো জানা যায়নি। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে নাকি তাও খতিয়ে দেখছেন মুম্বই পুলিশ। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।
আরো পড়ুন : আরজিকর-প্রতিবাদে নয়া মোড়, প্রথম বার রাস্তায় নামছেন মিঠুন চক্রবর্তী, কখন হবে মিছিল?
পাশে রয়েছেন প্রাক্তন আরবাজ
জানা যাচ্ছে, মালাইকার (Malaika Arora) প্রাক্তন স্বামী আরবাজই প্রথম তাঁদের বাড়িতে ছুটে যান। ঘটনাস্থলে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে মুম্বই পুলিশ। পরিবারের ঘনিষ্ঠ জনদেরও উপস্থিত হতে দেখা গিয়েছে সেখানে। বলা বাহুল্য, আচমকা এমন একটি খবরে সকলেই বিস্মিত এবং শোকাহত। এই দুঃসময়ে প্রাক্তন স্ত্রী এবং তাঁর পরিবারের পাশে রয়েছেন আরবাজ।
আরো পড়ুন : অভিনয়ে তো তুখোড়, পড়াশোনার দৌড় কদ্দূর? উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন এই বলিউড তারকারা!
অনেক আগেই হয়েছিল বিচ্ছেদ
উল্লেখ্য, মালাইকার (Malaika Arora) ছোটবেলাতেই বিচ্ছেদ হয়ে যায় তাঁর মা বাবার। বছর কয়েক আগে এ বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি জানিয়েছিলেন, তাঁর ছোটবেলাটা খুব সুন্দর কেটেছে। কিন্তু একটা সময়ে খুব কঠিন সময়ের সাক্ষী হতে হয়েছিল তাঁরা। তাঁর বোন অমৃতা অরোরার যখন মাত্র ৬ বছর বয়স তখনই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তাঁর বাবা মা। সে সময় মালাইকাও (Malaika Arora) ছোট।
বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে থানে থেকে চেম্বুরে চলে যান মালাইকা অমৃতা। অভিনেত্রী বলেছিলেন, কঠিন সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বিচ্ছেদের পর মাকে দেখেও অনেক কিছু শিখেছিলেন তিনি। তবে বিচ্ছেদ হলেও বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে মালাইকা অমৃতার বাবাকেও দেখা গিয়েছে তাঁদের সঙ্গে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার