বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ভারতের (India) সাথে মলদ্বীপের (Maldives) সামগ্রিক সম্পর্ক যথেষ্টভাবে প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) নেতৃত্বে থাকা এই দ্বীপরাষ্ট্র ভারতের সাথে বিরোধিতার জেরে বিভিন্ন বড় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। তবে, ভারতের সাথে বিরোধের আবহে একের পর এক ক্ষেত্রে ধাক্কা খাচ্ছে মলদ্বীপ। সেই রেশ বজায় রেখেই এবার একটি বড় বিষয় সামনে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চিনকে বন্ধু হিসেবে মেনে নেওয়া মুইজ্জু এবার চিনের জন্যই বড় সমস্যার মধ্যে রয়েছেন। উল্লেখ্য যে, ইতিমধ্যেই চিনের কাছ থেকে বিপুল ঋণ নিয়েছে মলদ্বীপ। এমন পরিস্থিতিতে, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF এই ঋণের প্রসঙ্গে মলদ্বীপকে সতর্ক করেছে। পাশাপাশি তারা জানিয়েছে যে, বর্তমানে মলদ্বীপ ঋণের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে।
শুধু তাই নয়, IMF-এর তরফে এটাও জানানো হয়েছে যে, মলদ্বীপকে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ নেওয়ার নীতি পরিবর্তন করতে হবে। নাহলে ওই দ্বীপরাষ্ট্রের অবস্থা হতে পারে শ্রীলঙ্কার মতো। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত বুধবার এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে IMF। মূলত, মলদ্বীপের এই নীতিতে পরিবর্তন না হলে সামগ্রিক রাজস্ব ঘাটতি এবং সরকারি ঋণ উচ্চ থাকবে বলে অনুমান করা হয়েছে। এদিকে চিনের সমর্থনকারী মুইজ্জু মলদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর চিন আরও বেশি ঋণ দিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, গত মাসেই মুইজ্জু চিন সফরে গিয়ে সাহায্যের জন্য জিনপিংকে ধন্যবাদও জানান।
আরও পড়ুন: বৈদ্যুতিক যানবাহন ক্রেতাদের জন্য সুখবর! FAME II স্কিমে সরকারের বড় সিদ্ধান্ত, জানলে হবেন খুশি
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুইজ্জুর মেন্টর তথা মলদ্বীপের প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামেন যিনি ২০১৮ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তিনিও চিনের কাছ থেকে বিপুল ঋণ নিয়েছিলেন। বিশ্ব ব্যাঙ্কের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সাল পর্যন্ত মলদ্বীপের ওপর ৩ বিলিয়ন ডলারের ঋণ ছিল। যার মধ্যে ৪২ শতাংশ ঋণ নেওয়া হয়েছিল চিন থেকে।
এমতাবস্থায়, সামগ্রিক বিষয়টি মেনে নিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু। এমনকি বর্তমানে অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছে যে, মলদ্বীপে পরিকাঠামোগত উন্নতির কাজকর্মগুলিও থমকে গিয়েছে। এমন পরিস্থিতিতে, মুইজ্জু জানিয়েছেন আগামী কয়েক মাস বেশ কঠিন হতে চলেছে মলদ্বীপের জন্য। তবে, আগামী জুলাইর মধ্যে বিষয়টি অনেকটাই সহজ হবে বলে দাবি করেছেন তিনি।