মালদ্বীপে ভারতপন্থী প্রসিকিউটরকে ছুরিকাঘাত, টলমল করছে মুইজ্জুর গদি! দ্বীপরাষ্ট্রের অস্থিরতা তুঙ্গে

বাংলা হান্ট ডেস্ক : ভারত-মালদ্বীপ বিতর্কের মাঝেই বড় দুর্ঘটনা ঘটে গেল দ্বীপরাষ্ট্রে। ছুরি দিয়ে হামলা করা হল মালদ্বীপের (Maldives) ভারতপন্থী প্রসিকিউটার জেনারেল (Prosecutor General Stabbed) হুসেন শামিমকে (Hussain Shammi)। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মালের পুলিশ বাহিনী। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও তথ্য মেলেনি বলেই খবর। তবে এই ঘটনায় বেশ ভালোরকম নড়েচড়ে বসেছে মহম্মদ মুইজ্জুর সরকার।

চিনপন্থী মহম্মদ মুইজ্জু যেদিন থেকে মসনদে বসেছেন সেদিন থেকেই বিতর্ক তার সঙ্গী। প্রথম দিন থেকেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ভারতের প্রতি তার বৈরাগ্যের কথা। একাধিক বিষয়ে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তারপর থেকেই মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতেও শোরগোল শুরু হয়েছে। মুইজ্জুকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে ভারতপন্থী ‘মলদ্বীপ ডেমোক্র্যাটিক পার্টি।’

এছাড়াও কয়েকদিন আগে মালদ্বীপের রাজধানী মালে যে মেয়র নির্বাচন হয় তাতেও গো হারান হেরে যায় মুইজ্জর ‘পিপলস ন্যাশনাল কংগ্রেস’। এমন পরিস্থিতিতে মলদ্বীপের প্রসিকিউটার জেনারেলের ওপর এই নৃশংস হামলা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রের খবর, মালের রাস্তায় আক্রমণ করা হয় শামিকে। ছুরিটি তীক্ষ না হওয়ায় একাধিকবার কোপানো হয়।

আরও পড়ুন : এবার কি গ্রেফতার? দ্বিতীয়বার CBI তলব অদিতি মুন্সীর স্বামীকে! নিজাম প্যালেসে দেবরাজ

চাঞ্চল্যকর এই ঘটনার মাঝেই খবর মিলেছে শীঘ্রই মুইজ্জুকে পদচ্যুত করতে মলদ্বীপের সংসদে প্রস্তাব পেশ হতে পারে। সরকার বদলাতে যত সই দরকার ইতিমধ্যেই নাকি সেই পরিমাণ সমর্থন জোগাড়ও করে ফেলেছে ডেমোক্র্যাটিক পার্টি বা এমডিপি। দিনকয়েক আগে শাসকদল পিএনসি এবং প্রধান বিরোধী দল এমডিপি-র মধ্যে হাতাহাতিও হয়ে গেছে একপ্রস্থ।

আরও পড়ুন : পিকনিক স্পট নয়, অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট! নোটিশ টাঙানোর নির্দেশ দিল আদালতের

maldives

তবে কি ভারতের প্রতি বিরূপ মনোভাবের কারণেই মুইজ্জু সরকারের এই অবস্থা? অবশ্য পিএনসি তো ক্ষমতায় এসেইছিল ‘ইন্ডিয়া আউট’ এজেন্ডা নিয়ে। গদিতে বসার পর থেকেই ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে আসছে মালদ্বীপ। ভারতীয় সেনাবাহিনী সরানোর আল্টিমেটামও দিয়ে দিয়েছে মুইজ্জু সরকার। আর এখন এই হত্যাকাণ্ডের পর এটা বেশ স্পষ্ট যে মুইজ্জুর গদি এখন বেশ টালমাটাল।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর