বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পে আরও ২ লক্ষ কর্মসংস্থান নেওয়া হবে৷ আজ হওড়ায় তৃণমূল সুপ্রিমো বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য পার্ক তৈরি ঘোষণা করেন৷ মমতা জানান এই পার্ক তৈরির করতে ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে৷
মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন এই ক্ষুদ্র ও কুটির শিল্পের পার্কগুলি মোট ১৬৩৩ একর জমির উপর তৈরি করা হবে৷ এই পার্ক তৈরির কর্মসূচি বাস্তবায়িত হয় তাহলে বাংলায় প্রায় ২ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানান মমতা৷ তিনি বলেন, ‘‘আমি চাই বাংলায় শিল্প আসুক৷ কর্মদিশা দেখাতে হবে আমাদের৷ এই কাজে ক্ষুদ্র ও কুটির শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ আমদানি-প্তানি যাতে ভালো হয়, সেদিকে বিষয় নজর দিতে হবে আমাদের৷’’
আজ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, ‘‘আমরা কেউ হিংসা চাই না৷ আশান্তি চাই না৷ আমরা চাই, কাজের প্রতিযোগিতা৷ আসুন আমরা সবাই কাজের প্রতিযোগিতা করি৷’’