বাংলায় লাগু হবে না ওয়াকফ? “দিদি”-র ওপরে ভরসা রাখার জন্য সংখ্যালঘুদের কাছে আর্জি মমতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ওয়াকফ বিতর্কে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। বিভিন্ন জায়গায় ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন মুসলিম ধর্মাবলম্বীরা। কিছুদিন আগেই পার্ক সার্কাসে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এমনকি ওয়াকফের বিরোধিতায় বাংলাকে ‘শাহিনবাগ’ বানিয়ে দেওয়ার হুমকিও দিতে দেখা গিয়েছিল কিছু জনকে। এবারে এ বিষয়ে সংখ্যখলঘুদের শান্ত থাকার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় ওয়াকফ নিয়ে এমন কিছু হবে না যাতে ভেদাভেদ তৈরি হয়। ‘দিদি’ রক্ষা করবেন তাদের সম্পত্তি, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে বুধবার পালিত হয়েছে ‘নবকার মহামন্ত্র দিবস’। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানেই যোগ দিয়ে ওয়াকফ নিয়ে সুর চড়ান মমতা (Mamata Banerjee)। গোটা দেশে যখন ওয়াকফ নিয়ে অশান্তি তুঙ্গে, তখন বাংলায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে শান্ত রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর আশ্বাস, তিনি রক্ষা করবেন তাদের সম্পত্তি।

Mamata Banerjee addressed minority about waqf in bengal

কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী: এদিন মঞ্চ থেকে গর্জে উঠে মুখ্যমন্ত্রী বলেন, “আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপনারা ভরসা রাখুন। বাংলায় এমন কিছু হবে না যাতে ভেদাভেদ হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। জিও, জিনে দো”। উস্কানিতে পা না দেওয়ার আর্জি জানিয়ে তিনি (Mamata Banerjee) আরো বলেন, “কেউ কেউ আছে যারা রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে।” এমনকি ইতিহাসের প্রসঙ্গ তুলেও তিনি বলেন, কেন্দ্রের বিভেদমূলক রাজনীতির বাইরে গিয়ে বাংলার ৩৩ শতাংশ সংখ্যালঘুকে বরাবর রক্ষা করেছে বাংলার সরকার।

আরো পড়ুন : অভিযোগের চাপে বিরক্ত পুরসভা! এবার বড় পদক্ষেপ, জারি হল কড়া বিজ্ঞপ্তি

বাংলায় হয়েছে বিক্ষোভ: ওয়াকফ আইন নিয়ে অবশ্য ইতিমধ্যেই কয়েক দফা অশান্তির আঁচ ছড়িয়েছে বাংলায়। পার্ক সার্কাসের পর মঙ্গলবার জঙ্গিপুরে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাঁধে প্রতিবাদীদের। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে।

আরো পড়ুন: কৃষি উন্নতিতে বড় সিদ্ধান্ত সরকারের, পানাগড়ের নতুন কারখানায় পড়ল শিলমোহর

প্রসঙ্গত, প্রায় ২৪ ঘন্টা ধরে বিতর্কের পর ভোটাভুটিতে মধ্যরাতে পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। তারপরেই তা পরিণত হয়েছে আইনেও। কিন্তু ওয়াকফ নিয়ে বিতর্ক অব্যাহত দেশ জুড়ে। সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে। এমতাবস্থায় বাংলায় পরিস্থিতি সামাল দিতে খোদ সংখ্যালঘুদের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X