অশ্বিন নয়! মা দুর্গা এলো শ্রাবণেই…

বাংলা হান্ট ডেস্কঃ আজ ১৫ই অগাস্ট। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day)। আনন্দে, উৎসবে সেজে উঠেছে গোটা ভারত। দেশজুড়ে স্বাধীনতা দিবস উদযাপনে নানা অনুষ্ঠান। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গোটা দেশের পাশাপাশি বিশাল আয়োজন তিলোত্তমায়। সকাল ১০টা ৩০ মিনিটে রেড রোডে (Red Road Kolkata) পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

রাজ্য পুলিশের বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে হয় পুষ্পবৃষ্টি। হেলিকপ্টারের উড়ানে ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপটেন কে এম রেড্ডি। এদিন সকাল ১০টা ১৭ নাগাদ রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। রেড রোডের অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তার বলয়।

রবিঠাকুরের গানে, ট্যাবলোয়, নানা অনুষ্ঠানে রেড রোডে উৎসবের আমেজ। ওদিকে সবের মাঝে নজর কাড়লো দশভুজার আবাহন। ট্যাবলোতে অশ্বিনের আগেই কার্তিকে দেখা দিল ‘‌বাংলার গর্ব দুর্গা মা’‌। বঙ্গে দুর্গা (Ma Durga) এলো।

আরও পড়ুন: ২০০ বা ২৫০ নয়! এবার টমেটো পাবেন মাত্র এত টাকায়, স্বাধীনতা দিবসের দিনই দাম বেঁধে দিল কেন্দ্র

তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘‌বাংলার গর্ব দুর্গা মা’‌ ট্যাবলোতে প্রদর্শিত হচ্ছে মা দুর্গার প্রতিমা। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হাজির বাংলার লক্ষীরা। রাজ্য সরকারের একাধিক উল্লেখযোগ্য প্রকল্প কন্যাশ্রী, দুয়ারে সরকার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, দুয়ারে রেশন, কৃষকবন্ধু প্রকল্পের ওপরও রয়েছে ট্যাবলো।

ma durga

আরও পড়ুন: ‘হ্যাঁ আমিই…’, বিস্ফোরক স্বীকারোক্তি অভিযুক্তের! যাদবপুর কাণ্ডে মাথা ঘুরে যাওয়া তথ্য

মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত একাধিক মন্ত্রী এবং রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আমলারা। উপস্থিত রাজ্যের বিভিন্ন স্কুলের খুদে পড়ুয়ারা। অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিজি মনোজ মালব্য। আমলা ও পুলিশ আধিকারিকদের আলাদা করে পুরস্কৃত করেন মমতা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর