ভোট প্রচারে গিয়ে ‘এজেন্সি বিলাপ’ মুখ্যমন্ত্রীর, ভাইপোকে হয়রান করার করলেন অভিযোগ

বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের দিনক্ষণ স্থির হয়েছে। নির্বাচনের পূর্বে নিজের মহিমা ঝালিয়ে নিতে প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (mamata banerjee)। আর প্রচারে নেমেই সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। প্রশ্ন তুললেন ED-র কাজের উপর।

মুখ্যমন্ত্রী বলেন, ‘শুধুমাত্র আমার উপর রাগের কারণে অভিষেককে হয়রানি করাচ্ছে। একদিন দীর্ঘ সময় ধরে জেরা করার পর, আবারও তারপর দিন ডেকেছে। কেন এই কেস শুধু শুধু দিল্লীতে টেনে নিয়ে যাওয়া হল?’ প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

mamata

প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে দিল্লীতে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডির তলব পাওয়ার পর সোমবার সেখানে হাজিরা দেওয়ার উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারের বিমানে পাড়ি দিলেও, তাঁর স্ত্রী রুজিরা নারুলা সেখানে যান না। উল্টে তিনি এক চিঠি লিখে জানিয়েছিলেন, এত অল্প সময়ের নোটিশে তাঁর পক্ষে দিল্লী যাওয়া সম্ভব নয়। প্রয়োজনে তাঁকে কলকাতাতেই জেরা করতে পারে ইডি।

সেইমত সোমবার দীর্ঘ ৯ ঘণ্টা কড়া জিজ্ঞাসাবাদের পর শেষে সন্ধ্যা আটটা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে বেশ কিছুটা বিরক্তিকর দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের সামনে বলেছিলেন, ‘রাজনৈতিক ভাবে টক্কর দিতে না পেরে এসব করছে বিজেপি শিবির। এই ভীতুদের সামনে কখনই মাথা নত করব না। যা করার আছে করে নিতে পারেন, পারলে রাজনৈতিকভাবেই এই রাজনীতির লড়াই জিতে দেখান’।

কিন্তু সোমবার দীর্ঘসময় জেরার পর সমাধানসূত্র না মেলায়, পূর্বের জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা পেরোতে না পেরতেই ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিদ্যুতের গতিতে চড়তে থাকে বঙ্গ রাজনীতির পারদ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর