বাংলাহান্ট ডেস্কঃ দিল্লী, গোয়া ঘুরে এবার তিনদিনের জন্য মুম্বাই সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়েই প্রথমে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দিয়ে আরোগ্য কামনা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের। তারপর এক এক করে বৈঠক সারলেন শিল্পপতিদের সঙ্গে, এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গেও।
বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর থেকেই দিল্লী জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে তৃণমূল শিবির। সেই মর্মে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। সেইসঙ্গে সফর করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে একটা সময় কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হলেও, সম্প্রতি দিল্লী গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে কোনরকম সাক্ষাৎই করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
৩ দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে। বৈঠক শেষে তিনি বলেন, ‘ইউপিএ-র তো কোনও অস্তিত্বই নেই। কোথায় ইউপিএ!’ সেইসঙ্গে মুম্বইয়ে বিশিষ্টজনদের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘প্রধানমন্ত্রী কে হবে, সেটা ভাবার আগে আমাদের বিজেপিকে হঠাতে হবে। বোল্ড আউট করতে হবে। চিন্তার কোন কারণ নেই, তারপর দেখবেন সবকিছু স্বাভাবিক ভাবেই হয়ে যাবে’।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘খুবই সাধারণ আমি, প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাশাও নেই আমার। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন করে ৪ বার ক্যাবিনেট মিনিস্টার, ৩ বার মুখ্যমন্ত্রী হয়েছি। সেইসময় কংগ্রেস সিরিয়াস না থাকলেও, এখন বাংলায় তো তৃণমূল মানেই কংগ্রেস’।