আচমকাই ব্রেক কষায় মাথায় চোট! আহত মুখ্যমন্ত্রী, বর্ধমান থেকে তড়িঘড়ি ফিরছেন কলকাতায়

বাংলা হান্ট ডেস্কঃ ফের দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বর্ধমানের (Bardhaman) গোদার মাঠে প্রশাসনিক সভা ছিল তার। সেই সভা শেষে গাড়ি করে ফেরার সময়ই বিপত্তি। জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন গাড়ির চালক। আর তাতেই কপালে চোট পান মমতা।

সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি সামনে থাকার কারণে তার গাড়ির চালক আচমকা ব্রেক চাপেন। সেই ঝাঁকুনিতেই মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই চোট (Mamata Banerjee gets Injured) সামান্য বলেই জানা গিয়েছে।

বুধবার বর্ধমানের প্রশাসনিক সভা সেরে হেলিকপ্টারে চেপে আকাশপথেই ফেরার কথা ছিল মমতার। তবে খারাপ আবহাওয়ার কারণে তার বদলে সড়কপথেই রওনা দেন মুখ্যমন্ত্রী। আর তাতেই ঘটল বিপত্তি। যদিও জানা গিয়েছে, আঘাত পাওয়ার পরও গাড়ি না থামিয়ে সোজা কলকাতার দিকেই রওনা দিয়েছেন তিনি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, আঘাত পাওয়ায় কপালে রুমাল বেঁধে নেন মমতা।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়, সামান্যই। সুস্থই অবস্থাতেই তিনি কলকাতায় ফিরছেন। প্রসঙ্গত, বুধবার হেলিকপ্টারে করেই বর্ধমানে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১২টা নাগাদ সভা মুখ্যমন্ত্রীর সভা শুরু হয়। সভা সেরেও আকাশ পথেই ফেরার কথা ছিল মমতার। তবে আচমকাই আবহাওয়া খারাপ হতে থাকে। কুয়াশা-বৃষ্টি মিলিয়ে খুবই খারাপ রূপ নেয় পরিস্থিতি।

mamata banerjee 9 1705933414434 1705933527340

আরও পড়ুন: সাথেই রাখুন ছাতা! একটু পরই ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই সব জেলায়, আবহাওয়ার খবর

পূর্বের উত্তরবঙ্গে হেলিকপ্টার দুর্যোগের কথা মাথায় রেখে কোনও রকম ঝুঁকি না নিয়ে সড়কপথেই কলকাতায় উদ্দেশে রওনা দেন মমতা। প্রত্যক্ষদর্শীদের কথায় দাবি, মুখ্যমন্ত্রী যে গাড়িতে বসেছিলেন সেই গাড়ির চালক আচমকাই ব্রেক কষায় ঝাঁকুনিতে কপালে সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর