বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে শিলিগুড়িতে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Mamata Banerjee in North Bengal to review post disaster rehabilitation
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কিছুদিন আগেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। একের পর এক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। একাধিক ক্ষতিতে প্রশাসনের কপালে পরে চিন্তার ভাঁজ। পরিস্থিতি মোকাবিলায় তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে গিয়েছিলেন দুর্গত এলাকায়। এবার ফের তিন দিনের সফরে উত্তরবঙ্গ পৌঁছে দুর্যোগ পরবর্তী পরিস্থিতির পর্যালোচনায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

“বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে”, বার্তা মমতার (Mamata Banerjee)

উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন সরাসরি অভিযোগ তুললেন কেন্দ্রের বিরুদ্ধে। এদিন তিনি সাফ বলেন, “বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র।” মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন যে, “আমরা কথা দিয়ে গিয়েছিলাম, চাকরি দেব, ৫ লক্ষ টাকা করে দেব, সেটা আমরা দিয়ে দিয়েছি। রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে, মিরিকে পাকা ব্রিজ হচ্ছে। কৃষি জমির সার্ভে চলছে, যাতে শস্য বিমা পেতে পারে ক্ষতিগ্রস্ত কৃষকরা।”

মমতা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৭৯৪টি পরিবারের জন্য মোট ১৬১ কোটি ৩৩ লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যা সরাসরি ব্যাঙ্কে পৌঁছে যাবে। বন্যাকবলিত ১ লক্ষ ৩৭ হাজার কৃষকদের মধ্যে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে, এর জন্য খরচ হয়েছে ১০ কোটি টাকা। এছাড়া কৃষি জমি পুনরায় চাষযোগ্য করতে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ৮০৭ জন কৃষককে ৪৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, উত্তরবঙ্গের ৮টি জেলায় মোট ৩ হাজার ৪৯১টি পাট্টা বিতরণ করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান যে, “আমরা ক্ষমতায় আসার পর থেকেই বাংলার মানুষের জন্য কাজ করছি। ২০২১-২২ পর্যন্ত ৪৬ লক্ষের মতো বাড়ি তৈরি করেছি। কিন্তু গত চার বছর ধরে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে।” উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ফের ক্ষোভ উগরে বলেন, “বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই। ভাবছে বাংলাকে ভাতে মারবে, কিন্তু জানে না বাংলার মাটি অনেক কথা বলে।” মমতা জানান, কেন্দ্র অনুদান বন্ধ করার পরেও রাজ্য সরকার ১২ লক্ষ যোগ্য পরিবারকে ১৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়েছে। ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারকে অর্ধেক টাকা দেওয়া হবে, বাকিটা মে মাসে।

Mamata Banerjee in North Bengal to review post disaster rehabilitation

আরও পড়ুনঃ CAA আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত, ১০ দিনের মধ্যে নিষ্পত্তির আশ্বাস কেন্দ্রের!

“SIR হচ্ছে ভোট বন্দি”, কেন্দ্রকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন আরও বলেন, “SIR হচ্ছে ভোট বন্দি। কেন্দ্র যেভাবে রাজ্যকে চাপে রাখার চেষ্টা করছে, তাতে মানুষের ক্ষোভ বাড়ছে।” দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন, কৃষক ও দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, “বাংলা বঞ্চিত হলেও কাজ থামবে না, আমরা নিজের টাকায় বাংলার উন্নয়ন করব।” উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গ সফরের মধ্য দিয়ে ফের রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাবে জানান, ‘রাজনীতি নয়, বাংলার মানুষই তাঁর প্রথম অগ্রাধিকার।’

তবে শুধু ক্ষোভই নয়। এদিন উত্তরবঙ্গ থেকে একটি খুশির খবরও দেন মুখমন্ত্রি। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে শিলিগুড়িতে নতুন ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলবে রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গ সফরে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে আবেগে ভেসে যান রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। চোখের জল আটকে রাখতে পারেননি তিনি। ভাঙা গলায় তিনি বলেন, “আমি বলার ভাষা পাচ্ছি না। বহু দিনের স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। শুধু রিচা নয়, নতুন প্রজন্মের যাঁরা খেলছেন, যাঁরা স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য এটা এক বিশাল প্রেরণা। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই, যাঁরা এই উদ্যোগের সঙ্গে যুক্ত, তাঁদের সকলকেই কৃতজ্ঞতা জানাতে চাই।”