বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের শিল্প এবার দেশের রাজধানীর দরবারে। এবার ভার্চুয়ালি শাড়ির দোকান উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এটা যেই সেই শাড়ির দোকান নয়, বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে বাংলার শাড়ি (Banglar Saree) নামে এক বিপণির উদ্বোধন করলেন। এবার থেকে দিল্লিতে বসে পাওয়া যাবে বাংলার শাড়ি। দিল্লিতে (Delhi) থাকা প্রবাসী বাঙালিরা বাংলার শাড়ি কিনতে পারবেন। ধনেখালি থেকে মুর্শিদাবাদি সিল্ক সবই মিলবে এই দোকানে।
বঙ্গভবনে এই নয়া দোকান খোলা হয়েছে। আসলে বাংলা থেকে গেলে অনেকেই বঙ্গভবনে গিয়ে ওঠেন। এমনকী, বহু ভিআইপিও দেশ বিদেশ থেকে সাময়িকভাবে বঙ্গভবনে যান। এবার থেকে সেই বঙ্গভবনে (Banga Bhawan) যাওয়া সকলেই সেখান থেকেই শাড়ি কিনতে পারবেন।
তবে কেবল বাঙালিরাই নন, বাংলার শাড়ির প্রতি ভিনরাজ্যের মহিলাদেরও টান কিছু কম নয়। এবার দিল্লির মাটিতে বসেই মিলবে বাংলার শাড়ি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবার রাজধানীর দরবারে এই শাড়ির আউটলেট (Outlet) খোলা হয়। তবে শুধু দিল্লিতেই নয়, বাংলার শাড়ির আউটলেট এবার দেশের বিভিন্ন প্রান্তেই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলার শাড়ি এই বিপণি খোলা হয়েছে ‘বাংলার শাড়ি, বাংলার ঐতিহ্য’- এই আপ্তবাক্যকে গোটা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই। মমতা নিজেই বলেছেন, ‘দিল্লির শোরুমে বাংলার শাড়ির শোরুমের উদ্বোধন করা হয়েছে। প্রবাসী বাঙালিদের জন্য এটা খুব ভালো হল। আস্তে আস্তে সারা দেশে এটা খুলব। দিল্লির রেসিডেন্সিয়াল কমিশনার সহ সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি।’