বাংলাহান্ট ডেস্ক : তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বাংলার (West Bengal) জন্য বড় সুখবর। দেশের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হল সম্প্রতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার নিউটাউনের হাতিশালায় উদ্বোধন করেন ইনফোসিসের (Infosys) দ্বিতীয় ক্যাম্পাসের। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ঐতিহাসিক দিন। শুধু ইনফোসিসের জন্য নয় আমাদের জন্যও।”
ইনফোসিস নতুন ক্যাম্পাসের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)
ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার জানান, ”বাংলা এখন তথ্যপ্রযুক্তিতে এগিয়ে। অন্যান্য সংস্থা এখানে বিনিয়োগ করছে। রাজ্যে প্রতিভার অভাব নেই। আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট দক্ষ। এখানে আমেরিকার সিলিকন ভ্যালির মতো সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। ২৭ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এখানে। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে। ”
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ”আমাদের জিডিপি ৯০ লাখ কোটি টাকা হতে চলেছে এই বছরে। ইনফোসিস কলকাতার জন্য নতুন গৌরব নিয়ে আসবে। অনেক ধন্যবাদ নতুন বছরে এই উপহার দেওয়ার জন্য।”এছাড়াও এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অনুষ্ঠিত হতে চলেছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে।
আরোও পড়ুন : কণ্ঠস্বর নিয়ে বিপাকে ‘কালীঘাটের কাকু’! নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরবে মোড়?
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকেও এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বিশেষভাবে উল্লেখ করে বলেন, ”ওদের কাজ করতে যেন কোনও অসুবিধা না হয়।” তারই সাথে পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা,”এলাকাটি কলকাতা পুলিশ ও জেলা পুলিশের সংযোগস্থলে অবস্থিত। সবাইকেই নজর রাখতে হবে যাতে এখানে এদের কাজ করতে কোনও অসুবিধা না হয়।”
৫ এবং ৬ ফেব্রুয়ারি নিউটাউনে অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। প্রসঙ্গত, নিউটাউনের হাতিশালায় ১৭ হাজার একর জমির উপর তৈরি করা হয়েছে ইনফোসিসের নতুন ক্যাম্পাস। এই দ্বিতীয় ক্যাম্পাসটি তৈরি করতে খরচ হয়েছে ৪২৬ কোটি টাকা। সংস্থা জানিয়েছে, আগামী দিনে এই ক্যাম্পাসে প্রায় সাড়ে চার হাজার কর্মসংস্থান হতে চলেছে।