জলে ডুবছে গোটা এলাকা, ঝুঁকি এড়াতে একবালপুরে বাতিল হল মুখ্যমন্ত্রীর প্রচার

বাংলা হান্ট ডেস্কঃ টানা বৃষ্টির ফলে জলমগ্ন কলকাতার সিংহভাগ এলাকা। এমনকি বাদ যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরও। রাজ্যের নামকরা সরকারি হাসপাতাল এসএসকেএম-র অবস্থা বেহাল। জল ঢুকে গিয়েছে একাধিক ওয়ার্ডে। বর্ষার জলে ভাসছে ওষুধ থেকে শুরু করে বিভিন্ন মেডিক্যাল সামগ্রী।

টানা বৃষ্টি আর কলকাতায় জমা জল এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়াল। আর মাত্র আট দিন, তারপরেই ভবানীপুর সহ রাজ্যের তিন কেন্দ্রে বিধানসভার নির্বাচন। ভবানীপুরে ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করার জন্য কোমর বেঁধে নেমেছে গোটা তৃণমূল দল। আগামী এক সপ্তাহ ঠাঁসা কর্মসূচি রয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতারও। কিন্তু এরমধ্যেই মুখ্যমন্ত্রীর একটি প্রচার সভা বাতিল হল বলে জানা যাচ্ছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার একবালপুরের ৭৭ নম্বর ওয়ার্ডে প্রচারে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতার। কিন্তু গোটা এলাকা জল বন্দি হওয়ায় প্রচারের ঝুঁকি এড়াতে আপাতত ওই সভা বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আগামীকাল বুধবার ওই একই জায়গায় সভা করতে পারেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে একবালপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি জানতে পারেন যে, ওখানে প্রায় ২ ফুটের মতো জল জমে রয়েছে এখনও। এমনকি মন্ত্রী নিজে প্যান্ট গুটিয়ে জলে নামেন। পুরসভার কর্মীদের জমা জল দ্রুত সরানোর নির্দেশও দেন তিনি। এরপরই পাম্প চালিয়ে জল সরানোর কাজ শুরু হয়। কিন্তু তাতেও রেহাই মেলেনি। অবশেষে ওই জমা জলের মধ্যে মুখ্যমন্ত্রীর সভা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে বলে তা বাতিল করে দেওয়া হয়।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর