“দোকান বাজার বন্ধ নিয়ে গুজব ছড়ালে দেওয়া হবে কড়া শাস্তি ” জরুরি বৈঠকে হুঁশিয়ারি মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অন্যান্য দেশের পাশাপাশি এবার ভারতেও থাবা বসিয়েছে করোনা। শুধু দেশ কেন কলকাতাতেও ঢুকে পড়েছে এই মারণ রোগ। রাজ্যের উচ্চপদস্থ আমলার লন্ডন ফেরত ছেলের শরীরে মিলেছে করোনা সংক্রমনের প্রমাণ। যে কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলকাতাতেও।

সতর্কতা বজায় রাখতে সব রকম পন্থা অবলম্বন করা হচ্ছে।আজ হঠাৎ করেই গুজব রটেছে যে, করোনা ভাইরাসের আতঙ্কে স্কুল-কলেজের মত বন্ধ হয়ে যেতে পারে দোকান বাজার।

সে কারণেই আজ সন্ধ্যার পর ভীড় লেগে যায় সবজি থেকে শুরু করে মুদির দোকানে। সকলেই আগামী দিনের জন্য বেশি করে মালমশলা মজুদ করে রাখছে নিজেদের ঘরে। এই খবরে রীতিমতো হইচই পড়ে গেছে আমজনতার মধ্যে। পরিস্থিতি সামাল দিতে এবার মাঠে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। এই অবস্থায় তিনি জরুরি বৈঠক করেন।

এই বৈঠকে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,” কোনও দোকান বাজার বন্ধ থাকবে না। সব খোলা থাকবে। দোকান বাজার বন্ধ নিয়ে কেউ যদি কোনরকম গুজব ছড়ায় তাহলে তাকে কড়া শাস্তি দেওয়া হবে।” খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তরফ থেকেও এই দোকান বাজার বন্ধের বিষয়কে গুজব বলা হয়েছে।

সম্পর্কিত খবর

X