‘আমি কতটা লোভী হব, তা আমার উপর নির্ভর করে’, পার্থ ইস্যুতে বললেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি কতটা লোভী হবো, তা নির্ভর করবে আমার উপর’, আজ শিক্ষক দিবস উপলক্ষ্যে সকল বঙ্গবাসীর উদ্দেশ্যে ‘নৈতিকতা’-র বার্তা পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে বর্তমানে বাংলায় উঠে চলা একের পর এক দুর্নীতি ইস্যু নিয়েও মুখ খোলেন তিনি।

শিক্ষক দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে হয়, কারোর নৈতিক চরিত্র গঠন করার জন্য একটা সিলেবাস তৈরি করা প্রয়োজন। আমি ঠিক কতটা লোভী হব, তা একমাত্র আমার উপরে নির্ভর করবে।”

   

সাম্প্রতিক সময়ে বাংলায় এসএসসি থেকে প্রাথমিক টেট, গরু এবং কয়লা পাচার দুর্নীতি মামলায় তোলপাড় বঙ্গ রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডলরা জেল হেফাজতে রয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিরোধীরা এ সকল ইস্যুকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ ছুড়ে দিতে তৎপর হয়ে উঠেছে। এদিন বক্তৃতা দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কারোর কাছে কত পয়সা রয়েছে, সে কত টাকার মালিক, সেটা কারোর পরিচয় হতে পারে না।”

বর্তমানে দুর্নীতি ইস্যুতে বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চলেছে। এদিন সে প্রসঙ্গে মমতা বলেন, “একমাত্র ভগবান ১০০% কন্ট্রোল করতে পারে। আমার পক্ষে সম্ভব নয়। আমি একজন সাধারণ মানুষ।” এরপরে তিনি বলেন, “আমি কতটা লোভী হব, তা একমাত্র আমার উপরে নির্ভর করে। আমি কিভাবে নিজেকে সঠিক পথে চালাব, তা আমার উপরেই নির্ভর করবে। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনভাবে সমাজে ভালো মানুষের পাশাপাশি খারাপ মানুষও রয়েছে।”

এছাড়াও তিনি বলেন, “একটা মানুষ খারাপ ব্যবহার করলে গোটা সমাজকে খারাপ বলা উচিত না। সবাইকে এক জায়গায় নিয়ে এসে ফেলা উচিত নয়।” বিশেষজ্ঞদের মতে, মমতার এহেন বক্তব্যের দ্বারা পার্থ-ইস্যুকেই উল্লেখ করতে চেয়েছেন তিনি।

Untitled design 2022 09 05T160620.020 1

একই সঙ্গে শিক্ষক দিবস অনুষ্ঠানে বাংলার শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের সরকারের আমলে বিগত কয়েক বছরে ৩০ টি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বাংলায় পড়ুয়াদের যেভাবে তৈরি করা হচ্ছে, তাতে মেধায় বাঙালি গোটা বিশ্বের মধ্যে সেরা স্থান দখল করবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর