স্পেনের পর আরেক দেশ, বাংলায় শিল্প আনতে এবার এই বড় সংস্থার সঙ্গে বৈঠক মমতার

বাংলা হান্ট ডেস্ক: স্পেনের পর এবার দুবাই (Dubai)। বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে অনুষ্ঠিত হতে যাওয়া শিল্প সম্মেলনে বিশ্বখ্যাত লু লু গ্রুপের (LuLu Group International) সঙ্গে বৈঠক হতে পারে তাঁর।

উল্লেখ্য, এবারের বিদেশ যাত্রায় একাধিক গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়‌। মঙ্গলবার বার্সেলোনায় (Barcelona) স্পেনের সঙ্গে বাংলার আত্মিক টান তুলে ধরে তিনি বলেন, ‘বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।’ সেই সঙ্গে বাংলায় শিল্পবান্ধব পরিস্থিতিও রয়েছে বলতে গিয়ে তিনি বলেন, ‘বাংলা পাল্টে গিয়েছে, সবাই আসুন।’

   

এবার বার্সেলোনার পর্ব শেষ করে বুধবার রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী‌। বৃহস্পতিবার সেখানে পৌঁছে যাবেন। এরপর বেশ কয়েকটি বৈঠক রয়েছে বলে খবর সূত্রের। এরপর শুক্রবার যোগ দেবেন শিল্প সম্মেলনে। সেখানেই নামজাদা সংস্থা লু লু গ্রুপের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।

এদিকে ওইদিনই বাণিজ্য সম্মেলনের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন মমতা। উল্লেখ্য, বার্সেলোনাতেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

mamata barceona

উল্লেখ্য, শিল্পের খোঁজে মোট ১১ দিনের বিদেশ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা। এই সফরে তিনি প্রথমে দুবাই হয়ে স্পেন হয়ে বার্সেলোনায় গিয়েছেন। এরপর ফিরবেন ফের দুবাইতে। শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পর শুক্রবার কলকাতায় (Kolkata) ফেরার কথা রয়েছে তাঁর। কিন্তু কতটা শিল্প রাজ্যে এল, তা অবশ্য সময়ই বলবে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর