বাংলা হান্ট ডেস্কঃ সিএএ(CAA)-এনআরসি(NRC) নিয়ে উত্তপ্ত আবহেই শহরে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক সেরেই সিএএ-র প্রতিবাদে টিএমসিপি-র ধরনা মঞ্চে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সফরের কথা শোনামাত্রই শহরের বিভিন্ন স্থানে বিরোধীরা নানান কর্মসূচির উদ্যোগ নিয়েছে।
শুক্রবার রাত থেকে ধর্মতলার রানি রাসমনি অ্যাভিনিউতে সিএএ-এনআিসি ইস্যুতে ধরনায় বসেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই ধরনায় যোগ দেওয়ার কথা রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যের। একদিকে মোদির সঙ্গে বৈঠক, অন্যদিকে মোদি সরকারের সিএএ আইনের বিরুদ্ধে ধরনা, দুই ভূমিকাতেই থাকছেন তিনি। রাজভবনে বৈঠক শেষের অপেক্ষা, তারপরেই ধর্মতলায় রানি রাসমনি অ্যাভিনিউতে ধরনামঞ্চে পৌঁছে যাবেন সিএএ প্রত্যাহারের আন্দোলনে সামিল হতে।
তবে তার আগে মমতা-মোদি বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে একটা জল্পনা চলছিলই। রাজভবনে কি বিষয় নিয়ে মোদি-মমতার বৈঠক হবে! সে বিষয় নিয়েই জল্পনা। মানুষের জনসাধারণের আড়ালে সিএএ-এনআরসি প্রসঙ্গ আদৌ কোনও পক্ষ তুলবেন কিনা সে বিষয় সন্দেহ আছে। রাজ্যের দাবিদাওয়া নিয়ে অবশ্যই আলোচনা হবে বৈঠকে।
বৈঠক শেষে বিবাদী বাগের দিকে সড়কপথে রওনা দেবেন প্রধানমন্ত্রী। হাওড়া সেতুর উপর একটি আলোকধ্বনির উদ্বোধন করবেন তিনি। এরপর মিলেনিয়াম পার্ক থেকে নদীপথে বেলুড় মঠের উদ্দেশে যাত্রা করবেন মোদি।