বাংলাহান্ট ডেস্ক: বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যাকে খুবই পবিত্র বলে মনে করা হয়। সব সময় দু’জন মানুষের মধ্যেই যে বন্ধুত্ব হতে হবে, এমন কোনও মানে নেই। বন্ধুত্ব মানুষের সঙ্গে অন্য কোনও প্রাণীরও হতে পারে। কারণ সত্যিকারের বন্ধুত্ব কোনও ভাষা মানে না, কোনও বিভেদ জানে না। এমনই এক বিরল বন্ধুত্বের নজির দেখা গেল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।
একটি পাখির সঙ্গে একজন মানুষের বন্ধুত্বের ছবি ধরা পড়েছে ক্যামেরায়। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral news) হয়েছে। সকলে তাঁদের এমন বন্ধুত্ব দেখে স্বভাবতই হতবাক হয়ে গিয়েছেন। ঘটনাটি উত্তরপ্রদেশের আমেঠির (Amethi)। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সারস পাখি তাড়া করছে এক ব্যক্তিকে।
In UP's Amethi, Mohammad Aarif has a unique best friend- A saras bird which follows Aarif whereever the latter goes. The "Jai-Veeru" bonding was forged after Aarif rescued and treated the bird after it got injured last year. pic.twitter.com/eWzCkWKQOP
— Piyush Rai (@Benarasiyaa) February 23, 2023
এক ঝলক দেখে মনে হতে পারে যে পাখিটি উঁচুতে উড়তে পারছে না। সে কারণেই এটি বেশি উঁচুতে উড়ছে না। ভিডিওতে আরও দেখা যায় যে একজন বাইকে চড়ে যাচ্ছেন। তাঁকেই অনুসরণ করছে সারস পাখিটি। টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন পীযূষ রাই নামে এক ব্যক্তি।
এই ভিডিওটি সকল নেটিজেনেরই খুব পছন্দ হয়েছে। তাই তাঁরা এটি দ্রুত শেয়ার করেছেন। ভিডিও দেখে বোঝার উপায় নেই আসল ঘটনাটি ঠিক কী। খোঁজ নিয়ে জানা গেল, এই ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে অন্য কাহিনী। ভিডিওতে যে ব্যক্তিকে বাইক চালাতে দেখা যাচ্ছে, তাঁর নাম মহম্মদ আরিফ।
अजब-गजब; इंसान-पक्षी की दोस्तीः
अमेठी के गौरीगंज के जामो ब्लाक क्षेत्र अंतर्गत गांव मंडखा मजरे औरंगाबाद का मामला है. जहां मोहम्मद आरिफ और एक सारस की जोड़ी जय-वीरू के तौर पर चर्चित है. एक वर्ष पहले खेतों में यह पक्षी घायल अवस्था में मिला पैर टूटा हुआ था. 1/1 pic.twitter.com/CUeGA1092x
— gyanendra shukla (@gyanu999) February 21, 2023
এক বছর আগে একটি সারসকে আহত অবস্থায় উদ্ধার করেছিলেন তিনি। তারপর চিকিৎসা করে তাঁকে বাঁচিয়ে তোলেন আরিফ। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সারসটি। এরপর সে উড়ে চলে যায়। কিন্তু নিজের ত্রাতা ও মানুষ এই বন্ধুকে ভোলেনি সে। কয়েকদিন পরেই কৃতজ্ঞতা জানাতে আরিফের কাছে ফিরে আসে সে। তারপর থেকেই দু’জনের ভাল বন্ধুত্ব হয়ে যায়।
ওই সারস এবং মহম্মদ আরিফের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে যায় যে আরিফ যেখানেই যায়, সেখানেই তাঁর সঙ্গে যায় পাখিটি। আরিফ ও সারসটি যেন হরিহর আত্মা। দু’জনকে সব সময়েই একসঙ্গে পাওয়া যায়। এই ঘটনা অবাক করেছে নেটিজেনদের। কারণ এমন গাঢ় বন্ধুত্ব সহজে দেখতে পাওয়া যায় না। তাই নেটিজেনরা মহম্মদ আরিফ ও সারসটির এই বন্ধুত্বকে ‘জয়-বীরু’র বন্ধুত্বের তকমা দিয়েছেন।