আসেনি অ্যাম্বুলেন্স! বাধ্য হয়ে প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রীকে ঠেলাগাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী

বাংলাহান্ট ডেস্ক : অর্ধাঙ্গিনী কাতরাচ্ছিলেন প্রসব বেদনায়, স্বামীও কিভাবে নিয়ে যাবেন হাসপাতালে সেই চিন্তায় ছটপট করছিলেন। ফোনে ১০৮ ডায়াল করলেই সরকারী তরফ থেকে দেওয়া হয় অ্যাম্বুলেন্স পরিষেবা । সেটাই মাথায় আসতে নিজের ফোন ডায়াল করলেন সেই নম্বর।

তারপর দেখতে দেখতে কেটে গেল গোটা ২ ঘণ্টা , তবুও দেখা মিলল না কোনো অ্যাম্বুলেন্সের। অবশেষে বউকে বাঁচাতে ও নিজের অনাগত সন্তান কে আলোর মুখ দেখাতে কোনরকমে একটি ঠেলা গাড়িতে করে দীর্ঘ ৬০ কিমি পথ অতিক্রম করে হাসপাতালে পৌঁছলেন স্বামী।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দামহ জেলায় । জনৈক সেই ব্যক্তির নাম কৈলাশ আহিরওয়াল। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। নেটিজেনরা যেমন সেই ব্যক্তির কাজের ও স্ত্রী এর প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন তেমনই ধিক্কার জানিয়েছেন চিকিৎসাক্ষেত্রে সরকারী পরিষেবার প্রতি।

বিতর্ক শুরু হতেই ঘটনার তদন্তে নেমে পড়েছেন স্থানীয় প্রশাসন। তবে এখানেই শেষ নয়।ঠেলাগাড়িতে করে হাসপাতালে পৌঁছলেও দুর্গতি পিছু ছাড়েনি কৈলাসের। হাসপাতালে গিয়ে নার্স বা ডাক্তার কারোর দেখা না মেলায় আবারও বিপর্যস্ত হয়েছিলেন তিনি।

হাটটা ব্লকের মেডিক্যাল অফিসার জানিয়েছেন , ভিডিওটি তিনি দেখেছেন এবং এই ঘটনার বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে। কেন ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স পরিষেবা পাননি সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর