Ekchokho.com 🇮🇳

‘সামান্য ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হুড়োহুড়ি’! কসবা কাণ্ডের আবহে বেফাঁস মমতার মন্ত্রী

Published on:

Manas Bhunia statement amid Kasba rape incident

বাংলা হান্ট ডেস্কঃ কসবার ল’কলেজে গণধর্ষণের (Kasba Rape Incident) অভিযোগ। এই ঘটনা নিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ও বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) মন্তব্যে জোর বিতর্ক হয়েছে। এই আবহে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhunia) বললেন, ‘ছোট্ট ঘটনা’। কসবা কাণ্ডের নাম নেননি তিনি। কোন ঘটনাকে ‘ছোট্ট’ বলছেন সেটাও স্পষ্ট করেননি। তবে এই নিয়ে বিতর্ক দেখা দিতেই বলেন, আমার মন্তব্য বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

কী বলেছেন সেচমন্ত্রী মানস (Manas Bhunia)?

চিকিৎসক দিবস উপলক্ষ্যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের যৌথ উদ্যোগে একটি রক্তদান কর্মসূচি আয়োজিত হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের চেয়ারম্যান তথা সেচমন্ত্রী মানস।

রাজ্যের বাইরের বেশ কিছু ঘটনার প্রসঙ্গ টেনে তৃণমূল (Trinamool Congress) নেতা বলেন, ‘পহেলগাঁও হামলার অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন! একটা ছোট্ট ঘটনা ঘটলেই গেল গেল রব। কত ঘটনা তো ঘটে। প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে স্ত্রী পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি ঘটনা মাতৃস্নেহে সামলান’।

আরও পড়ুনঃ শেষ হয়ে যাচ্ছে জলসার এই জনপ্রিয় ধারাবাহিক! হয়ে গেল অন্তিম পর্বের শ্যুটিং, মন খারাপ দর্শকদের

এরপর বাইরের বেরনোর পর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিক মানসকে জিজ্ঞেস করেন, ছোট ঘটনা কোনটা? মন্ত্রীর জবাব, ‘সবটাই’। সেচমন্ত্রী বলেন, ‘সামান্য ঘটনা ঘটেছে, সেটা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, কোনও ঘটনা মুখ্যমন্ত্রী এড়িয়ে গিয়েছেন কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনায় যা পদক্ষেপ নিয়েছেন, তার বাইরে তখন সিবিআই এক ইঞ্চি এগোতে পারেনি’।

Manas Bhunia statement amid Kasba rape incident

ইতিমধ্যেই এই নিয়ে সরব হয়েছে বিজেপি (BJP)। এদিকে ‘ছোট্ট ঘটনা’ মন্তব্য নিয়ে বিতর্ক হতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানস বলেন, ‘আমি কসবার ক-ও উচ্চারণ করিনি। আমার মন্তব্য বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। দরকার হলে আমি আইনি পদক্ষেপ নেব’।

উল্লেখ্য, কসবা কাণ্ড নিয়ে কল্যাণ-মদনের মন্তব্যে জোর বিতর্ক হয়েছে। এবার এই ঘটনার আবহে মানস ভুঁইয়ার (Manas Bhunia) মন্তব্যে বিতর্ক। তিনি সরাসরি কসবা কাণ্ডের নাম নেননি। এই নিয়ে বিতর্ক হতেই স্পষ্ট বলে দেন, তাঁর কথার অপব্যাখ্যা করা হচ্ছে। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তৃণমূল নেতা।