বাংলাহান্ট ডেস্কঃ আগামী ৩০ শে সেপ্টেম্বর বাংলায় ৩ কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আর তারপরই ২ রা অক্টোবর বাংলায় আসছেন ত্রিপুরার (tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বাম নেতা মানিক সরকার (manik sarkar)। এদিন রায়গঞ্জে সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্মেলনের প্রধান বক্তা হিসেবে তাঁকেই বাংলায় নিয়ে আসছে বামেরা।
মানিক সরকার বাংলায় পা দেওয়ার আগেই, ৩ কেন্দ্রের উপনির্বাচন সম্পন্ন হয়ে যাবে। শুধু বাকি থাকবে ফলাফল প্রকাশ। তবে তাঁর কথার মধ্যে বিজেপি বিরোধী ভাবধারা যে উঠে আসবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এই মানিক সরকারই কিন্তু রাজ্যের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের সঙ্গে জোট বাঁধার পরামর্শ দিয়েছিলেন। তাই এবার তৃণমূল ইস্যুতে তিনি কি বার্তা দিতে চলেছেন, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
এদিনের এই সভায় অন্যান্য সকল সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে উপস্থিৎ থাকবেন পার্টির পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম (Md Selim) ও যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। বিজেপি কীভাবে ছাত্র-যুব সমাজকে বিপথে পরিচালিত করছে- এই মর্মেই প্রধান বক্তৃতা দেবেন মানিক সরকার, এমনটাই সূত্রের খবর।
তবে পূর্বেই, বাংলার নির্বাচনে বিজেপিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, একথা স্বীকার করেছে বামেরা। সেই কারণে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে মানিক সরকারের উপরই যে তারা ভরসা করছে, এমনটা মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই বিজেপি বিরোধী মঞ্চে যুক্ত হয়েছে লাল শিবির। আর এই রায়গঞ্জের সম্মেলন থেকে যে বিজেপির বিরুদ্ধেই সুর চড়াবেন মানিক সরকার, তা আর বলার অপেক্ষা রাখে না।